দুজনে একসঙ্গে হব বলে যতটা কাছাকাছি এসেছি
কাছে এসে বেড়েছে তার চাইতেও আরও দ্বিগুণ দূরত্ব
তুমি বলেছিলে—পাশে থাকা দরকার
পাশে এসে দেখি, এখন আমিই এক আলোহীন নক্ষত্র।