11:37 pm, Thursday, 23 January 2025

বিসিসিতে মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে দায়িত্বে ৩০ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি:

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অচল হয়ে পড়া বরিশাল সিটি করপোরেশনকে (বিসিসি) সচল করতে অন্তর্বর্তী সরকার ২১ সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল। এতে কাউন্সিলরদের জায়গায় দায়িত্ব পান পুলিশের অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে বিভিন্ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মর্যাদার কর্মকর্তারা। তবে বিসিসি কর্তৃপক্ষ এই প্রজ্ঞাপনের ধার ধারছে না।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর আত্মগোপন করেন। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার সবাইকে অপসারণ করে। ২৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশালসহ বিভাগীয় শহর এলাকার সিটি করপোরেশনের জন্য ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির সদস্যরা কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।

এই প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে বিসিসি কর্তৃপক্ষ গতকাল বুধবার ৩০ কর্মকর্তাকে ৩০টি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও, ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে। তবে সিটি করপোরেশন যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্যে অনেকেই বিতর্কিত বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত হয়ে পুনরায় দায়িত্ব পালন করছেন। আবার কারও কারও পদোন্নতি প্রশ্নবিদ্ধ হওয়ায় তাঁদের দিয়ে নাগরিক সেবা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয়ে আছে নগরবাসী।

সিটি করপোরেশনের অপসারিত একাধিক কাউন্সিলরও নাম প্রকাশ না করে অভিযোগ করেন, কর্মকর্তারা নিজ বিভাগের কাজেই অনিয়ম করছেন। মশা নিধন, পরিচ্ছন্নতা, সড়ক-ড্রেন সংস্কারের মতো কাজে তাঁদের ওপর অসন্তুষ্ট জনগণ। কর্মকর্তারা অফিসে নিজেদের দায়িত্ব পালন করবেন নাকি ওয়ার্ডে এসে জনগণের সেবা দেবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক কাউন্সিলররা।

এ নিয়ে কথা হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন, কাউন্সিলরদের অপসারণই সঠিক হয়নি। এতে নগরবাসী কর দিয়েও সেবাবঞ্চিত হচ্ছেন। তা ছাড়া কর্মকর্তারা কী করে নিজের কাজ বাদ দিয়ে কাউন্সিলরদের স্থলে নাগরিক সেবা বাস্তবায়ন করবেন? অনেক কর্মকর্তা আছেন দুর্নীতিগ্রস্ত। তাঁরা যে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে ক্ষমতা পেয়ে জনগণের সঙ্গে দুর্নীতি করবেন না, তার নিশ্চয়তা কী?

এ বিষয়ে জানতে চাইলে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এটা স্যার (সিইও) মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই করেছেন।’ সরকারের প্রজ্ঞাপনে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের বাদ দিয়ে বিসিসির কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া সাংঘর্ষিক কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে আবার ঘাঁটছেন কেন?’

যোগাযোগ করা হলে বিসিসির ভারপ্রাপ্ত সিইও মাসুমা আক্তার বলেন, সরকারি প্রজ্ঞাপনে যেটি উল্লেখ রয়েছে, সেটি একটি কমিটিমাত্র। কিন্তু ওয়ার্ড পর্যায়ে কর্মকর্তাদেরই দায়িত্ব দিতে হবে। এ জন্য ২ অক্টোবর কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এই আদেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে কি না, এ বিষয়ে কথা হলে কোনো মন্তব্য না করে সিইও জানান, তিনি অসুস্থ।

The post বিসিসিতে মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে দায়িত্বে ৩০ কর্মকর্তা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

ndax login

https://ndaxlogi.com

latitude login

https://latitude-login.com

বিসিসিতে মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে দায়িত্বে ৩০ কর্মকর্তা

Update Time : 01:08:30 pm, Thursday, 3 October 2024

বিশেষ প্রতিনিধি:

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অচল হয়ে পড়া বরিশাল সিটি করপোরেশনকে (বিসিসি) সচল করতে অন্তর্বর্তী সরকার ২১ সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল। এতে কাউন্সিলরদের জায়গায় দায়িত্ব পান পুলিশের অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে বিভিন্ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মর্যাদার কর্মকর্তারা। তবে বিসিসি কর্তৃপক্ষ এই প্রজ্ঞাপনের ধার ধারছে না।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর আত্মগোপন করেন। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার সবাইকে অপসারণ করে। ২৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশালসহ বিভাগীয় শহর এলাকার সিটি করপোরেশনের জন্য ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির সদস্যরা কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।

এই প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে বিসিসি কর্তৃপক্ষ গতকাল বুধবার ৩০ কর্মকর্তাকে ৩০টি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও, ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে। তবে সিটি করপোরেশন যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্যে অনেকেই বিতর্কিত বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত হয়ে পুনরায় দায়িত্ব পালন করছেন। আবার কারও কারও পদোন্নতি প্রশ্নবিদ্ধ হওয়ায় তাঁদের দিয়ে নাগরিক সেবা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয়ে আছে নগরবাসী।

সিটি করপোরেশনের অপসারিত একাধিক কাউন্সিলরও নাম প্রকাশ না করে অভিযোগ করেন, কর্মকর্তারা নিজ বিভাগের কাজেই অনিয়ম করছেন। মশা নিধন, পরিচ্ছন্নতা, সড়ক-ড্রেন সংস্কারের মতো কাজে তাঁদের ওপর অসন্তুষ্ট জনগণ। কর্মকর্তারা অফিসে নিজেদের দায়িত্ব পালন করবেন নাকি ওয়ার্ডে এসে জনগণের সেবা দেবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক কাউন্সিলররা।

এ নিয়ে কথা হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন, কাউন্সিলরদের অপসারণই সঠিক হয়নি। এতে নগরবাসী কর দিয়েও সেবাবঞ্চিত হচ্ছেন। তা ছাড়া কর্মকর্তারা কী করে নিজের কাজ বাদ দিয়ে কাউন্সিলরদের স্থলে নাগরিক সেবা বাস্তবায়ন করবেন? অনেক কর্মকর্তা আছেন দুর্নীতিগ্রস্ত। তাঁরা যে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে ক্ষমতা পেয়ে জনগণের সঙ্গে দুর্নীতি করবেন না, তার নিশ্চয়তা কী?

এ বিষয়ে জানতে চাইলে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এটা স্যার (সিইও) মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই করেছেন।’ সরকারের প্রজ্ঞাপনে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের বাদ দিয়ে বিসিসির কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া সাংঘর্ষিক কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে আবার ঘাঁটছেন কেন?’

যোগাযোগ করা হলে বিসিসির ভারপ্রাপ্ত সিইও মাসুমা আক্তার বলেন, সরকারি প্রজ্ঞাপনে যেটি উল্লেখ রয়েছে, সেটি একটি কমিটিমাত্র। কিন্তু ওয়ার্ড পর্যায়ে কর্মকর্তাদেরই দায়িত্ব দিতে হবে। এ জন্য ২ অক্টোবর কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এই আদেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে কি না, এ বিষয়ে কথা হলে কোনো মন্তব্য না করে সিইও জানান, তিনি অসুস্থ।

The post বিসিসিতে মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে দায়িত্বে ৩০ কর্মকর্তা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.