আসলে পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা। পৃথিবীর চেয়ে বেশি অদ্ভুত মানুষ ও মানুষের মনমানসিকতা। বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেলে কাঙ্ক্ষিত জিনিস কিংবা মানুষকে কিছুদিনের ভেতর পুরোনো লাগতে শুরু করে। প্রিয় জিনিস হোক বা মানুষ, তার প্রতিও কয়েক দিনের মধ্যেই চলে আসে অনীহা। আবারও মনে ও মস্তিষ্কে নতুন কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা পেয়ে বসে। মানুষের ছোট জীবনটা বেশির ভাগ সময়ই বিপরীতমুখী চলনে যাপিত হয়। সরলপথে সহজভাবে জীবনে অনেক ক্ষেত্রেই বস্তু বা আবেগ–অনুভূতির স্থান হয় না। অনেক জটিলতা কাটিয়ে ঝড়ঝাপটা সয়ে জীবনে সফলতা আসে। তারপরও যেন কিছু অপূর্ণতা রয়ে যায়, যা নিরাশার অন্ধকারে বিষণ্নতায় হৃৎপিণ্ডকে অহেতুক ঘুণপোকার মতো কুড়ে কুড়ে খায়।
7:29 pm, Friday, 29 November 2024
News Title :
আশা-নিরাশার দোলাচল
- সংবাদপত্র সংগ্রহ
- Update Time : 09:07:38 pm, Thursday, 3 October 2024
- 3 Time View
Tag :
জনপ্রিয়