উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
আজ (৪ অক্টোবর,২০২৪)রাত ২.৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একটি টহল দল মদ্যপানের অভিযোগে ১২ যুবককে গ্রেফতার করেছে।
সেনাবাহিনী উজিরপুর এলাকার এম.এ. জলিল সেতুর(সন্ধ্যা নদীর ব্রিজ) উপর থেকে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।
অভিযান চলাকালে তাদের সকলকে মাতাল অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি অবৈধ মোটর সাইকেল ও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃতদের নাম:
১। মোঃ মেহেদী হাসান (২০),লাকুটিয়া,বরিশাল।
২। মোঃ শাওন (২০),কাউনিয়া, বরিশাল।
৩। মোহাম্মদ উৎসব (২০)কাউনিয়া, বরিশাল।
৪। মোহাম্মদ সৈকত হাসান (২০ বছর) কাউনিয়া, বরিশাল।
৫। মোঃ মেহেদী হাসান (২০),কাউনিয়া,
বরিশাল।
৬। মোঃ সাব্বির হোসেন (২০),বিমানবন্দর, বরিশাল।
৭। মোঃ আরমান (২২),বিমানবন্দর, বরিশাল।
৮। সিন্দিত নাহিয়ান সাহাব (২০), বিমানবন্দর, বরিশাল।
৯। মোহাম্মদ ইব্রাহিম (২০),বিমানবন্দর, বরিশাল।
১০। মোহাম্মদ তরিকুল ইসলাম (২০), বিমানবন্দর, বরিশাল।
১১। মোঃ আব্দুল্লাহ আকাশ (২১ ), বিমানবন্দর, বরিশাল।
১২। মোহাম্মদ ফেরদৌস (২০),বিমানবন্দর বরিশাল
The post সেনাবাহিনী মদ্যপানের অভিযোগে ১২ যুবককে গ্রেফতার করেছে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.