কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় গরুর দিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের ৩ নারীসহ মোট ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সদরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, আবুল হোসেন (৮০), তার স্ত্রী রোকেয়া বেগম (৭০), বড় ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০), ছেলে স্ত্রী ফাতেমা বেগম (৪৫) এবং নাতি ফারজানা (২৫)। অপর পক্ষের সুভাষ বৈরাগী, তার দুই ছেলে মার্টিন বৈরাগী ও লরেন্স বৈরাগী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। ওই ইউনিয়নের একই গ্রামে তাদের সকলের বাড়ি।
আহত জাহাঙ্গির হোসেন বলেন, স্থানীয় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জন সুভাষ বৈরাগীদের সাথে বিরোধ চলমান রয়েছে। সেই জমিতে তিনি গরু দিয়ে ঘাষ খাওয়াতে গেলে সুভাষ বৈরাগী ও তার ছেলেরা বাধাঁ দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। তাকে বাঁচাতে মা-বাবা, স্ত্রী ও সন্তান এগিয়ে আসলে তাদেরকেও বেদরক মারধর ও রক্তাক্ত করে। এনিয়ে মামলার প্রক্রিয়া চলমান বলে তিনি জানান।
এদিকে, পাল্টা অভিযোগ করে মার্টিন বৈরাগী জানান, তিনি ওই জমিতে গরু নিয়ে গেলে জাহাঙ্গির ও তার পরিবার বাধাঁ দেয় এবং তাদের বেধরক মারধর করে। এতে তিনিসহ তার বাবা ও ভাই গুরুত্বর আহত হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
The post কলাপাড়ায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের আহত – ৮ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.