ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে জাফর আলী খান (৪৫) নামে অপর বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাফর আলী খান পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশ নেন জাফর আলী খান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধু পূর্ব ভান্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান এবং তার সহযোগীরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, হামলাকারী মিজান ও জাফরের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। এ সময় জাফরের প্রথম স্ত্রীর সাথে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর পূর্বে মিজান তাকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে বুধবার জাফর একটি জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মিজান ও তার সহযোগীরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় জাফরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে মিজান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাফরকে উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) মিলন মণ্ডল বলেন, নিহত জাফরের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
The post ভান্ডারিয়ায় স্ত্রী নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খু*ন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.