6:04 pm, Thursday, 21 November 2024

মোস্তাক নিহত মামলার আসামী আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক মিয়া হত্যা মামলার এক আসামীকে আটক করেছে র‌্যাব। গতকাল রাত বারোটায় নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্র তাঁকে আটকের সত্যতা নিশ্চিত করে।
সূত্র অনুযায়ী, আটক ২৭ বছর বয়সী কাশেম মিয়া বানিয়াচং উপজেলায় পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। মোস্তাক মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৪৭ নম্বর এই আসামীর ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
রাতে র‌্যাবের, শায়েস্তাগঞ্জ ক্যাম্পে যোগাযোগ করা হলে জানানো হয়, হত্যা মামলার এক আসামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (আজ) সকালে পরিপূর্ণ তথ্য গণমাধ্যমকে সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, গত ২ আগস্ট দুপুর দেড়টায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্যও সেখানে অবস্থানে ছিল। এদিকে, বিকাল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টাউন হল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। এ সময় তিনকোনা পুকুরপাড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকশ’ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে।
ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে নিহত মোস্তাক মিয়া সিলেট জেলার বাসিন্দা। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) হবিগঞ্জের একটি প্রকল্পে লাইনম্যান হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় উমেদনগর এলাকার মামুন গত ২০ আগস্ট ১১১ জনের নাম উল্লেখ ও দেড়শ’ অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ আবু জাহিরসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা অন্যতম আসামী।

The post মোস্তাক নিহত মামলার আসামী আটক appeared first on দৈনিক খোয়াই । The Daily Khowai.

Tag :

মোস্তাক নিহত মামলার আসামী আটক

Update Time : 11:51:21 am, Monday, 16 September 2024

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক মিয়া হত্যা মামলার এক আসামীকে আটক করেছে র‌্যাব। গতকাল রাত বারোটায় নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্র তাঁকে আটকের সত্যতা নিশ্চিত করে।
সূত্র অনুযায়ী, আটক ২৭ বছর বয়সী কাশেম মিয়া বানিয়াচং উপজেলায় পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। মোস্তাক মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৪৭ নম্বর এই আসামীর ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
রাতে র‌্যাবের, শায়েস্তাগঞ্জ ক্যাম্পে যোগাযোগ করা হলে জানানো হয়, হত্যা মামলার এক আসামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (আজ) সকালে পরিপূর্ণ তথ্য গণমাধ্যমকে সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, গত ২ আগস্ট দুপুর দেড়টায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্যও সেখানে অবস্থানে ছিল। এদিকে, বিকাল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টাউন হল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। এ সময় তিনকোনা পুকুরপাড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকশ’ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে।
ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে নিহত মোস্তাক মিয়া সিলেট জেলার বাসিন্দা। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) হবিগঞ্জের একটি প্রকল্পে লাইনম্যান হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় উমেদনগর এলাকার মামুন গত ২০ আগস্ট ১১১ জনের নাম উল্লেখ ও দেড়শ’ অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ আবু জাহিরসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা অন্যতম আসামী।

The post মোস্তাক নিহত মামলার আসামী আটক appeared first on দৈনিক খোয়াই । The Daily Khowai.