মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের কাজীরহাট থানাধীন ভাষানচর লঞ্চঘাট সংলগ্ন চৌধুরী বাড়ি জামে সমজিদ নিয়ে মুসুল্লীরা আতংকে রয়েছে। কখন জানি নদী গর্ভে বিলিন হয়ে যাবে ধর্ম প্রান মুসুল্লীদের নামাজ আদায় করার স্থানটি।
ভাষানচর লঞ্চ ঘাট সূএে জানাগেছে, একাধিক মুসুল্লীগনেরা বলেন আল্লাহর অশেষ রহমত আছে এই মসজিদ র্দীঘ বছর যাবৎ নদীর পাড়ে আছে নদী হতে দূরত্ব ৫০ গজ প্রায় । কয়েক বছর পূর্বে বালুর বস্তা নদীতে পাড়ে ফেলানো হয়েছে পাশাপাশি নদী ভাঙ্গন ঠেকানোর জন্য বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের কারনে কিছুটা ভাঙ্গন রোধ হলেও আতংক কাটেনী মুসুল্লীগনদের। এই মসজিদে অসংখ মুসুল্লীদের নামাজ আদায়ের করে। ভাষানচর লঞ্চ ঘাটে ২০/২৫ টি দোকান অবস্থিত।
এছাড়া রয়েছে ভাষানচর ইউনিয়ন পরিষদ কার্যালয় অনেকেই নামাজ আদায় করছে চৌধুরী বাড়ি জামে মসজিদে। বিশেষ করে ঢাকা গামী নৌ-যান লঞ্চ বিকালে ছেড়ে যাওয়ার পূর্বে আছরের নামাজ আদায় করে লঞ্চের যাএী ও ষ্টাফরা। যে কোন সময় বাঁধ ভেঙ্গে মিনিটের মধ্যে নদী গর্ভে চৌধুরী বাড়ি জামে সমজিদ আশঙ্খা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ রয়েছে ভাষানচর ইউনিয়নের রাজনৈতিক নেতবৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দরা আমলে নিচ্ছেনা।
The post পদক্ষেপ না নিলে নদীগর্ভে বিলিন হয়ে যাবে ভাষানচর চৌধুরী বাড়ি জামে মসজিদ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.