নগর প্রতিনিধি:
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে সকল প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মবিরতি পালন করা হয়।
শেবাচিম হাসপাতালের নার্সিং এর উপ সেবা তত্ত্বাবধায়ক জাকিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক আলি আজগর,সিনিয়র স্টাফ নার্স কামরুল হাসান, সিনিয়র স্টাফ নার্স শাহ আলমসহ অন্যানরা।
তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে এ পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে।
The post শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.