বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ থানায় নবাগত পুলিশ সুপারের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯অক্টোবর) বিকাল ৫ টায় বাবুগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাবুগঞ্জ থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নৈরাজ্য সৃষ্টি কারীর কোন স্থান নেই জেলায়। অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও জুয়া প্রতিরোধে পুলিশ অভিযান অব্যাহত রাখবে। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।
তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজাতে দল মত নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি আগে থেকে স্বেচ্ছাসেবক দল গঠনের পরামর্শ সহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করি। পুলিশ হবে জনগণের বন্ধু ধীরে ধীরে জনগণের প্রত্যাশা পূরণ হলে তা হবে টেকসই।
বাবুগঞ্জ থানার এসআই জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান,সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্ন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহম্মেদ খান, জামায়োত ইসলামী বাংলাদেশ বাবুগঞ্জ শাখার আমির মোঃ রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল সিকদার,বাবুগঞ্জ বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহা, আগরপুর তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ মতিউর রহমান, বাবুগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি, জামাত, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাবুগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।
The post নৈরাজ্য সৃষ্টি কারীর কোন স্থান নেই—বাবুগঞ্জে সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.