অবসরের ঘোষণা দিয়েছেন বর্তমান সময়ের তো বটেই, টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ হবে তার পেশাদার টেনিস ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিওবার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এ টেনিস তারকা। ক্যারিয়ারের ইতি টানতে গিয়ে নিজের সীমাবদ্ধতার কারণ উল্লেখ করেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম বিজয়ী। খবর বিবিসি
ভিডিওবার্তায় নাদাল বলেন, আমি এখানে এসেছি আপনাদের জানাতে যে পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি। এটা বাস্তবতা যে এই বছরগুলো বেশ কঠিন ছিল, বিশেষ করে শেষ দুই বছর। আমি মনে করি না আমার সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে আর খেলতে পারব।
তিনি আরও বলেন, গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনও দিনই খেলতে পারব না। তাই এটাই অবসরের সঠিক সময়।
ছোট থেকে টেনিস খেলতে ভালবাসতেন উল্লেখ করে নাদাল জানান, তিনি জানতেন না, এতটা সাফল্য পাবেন। তিনি বলেন, ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এতদিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি। ২০২৩ সালের বেশির ভাগটাই চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন নাদাল। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৪ সালেই অবসর নিতে পারেন তিনি। সেটাই হল।
২০০১ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেন নাদাল। তরুণ নাদাল চমক দিয়েছিলেন টেনিস দুনিয়াকে। বিশেষ করে লাল সুরকির কোর্টে তার খেলা অবাক করেছিল। ধীরে ধীরে লাল সুরকির কোর্টের রাজা হয়ে ওঠেন তিনি। ক্যারিয়ারে ২২ গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন।
পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় সর্বাধিক (শীর্ষে নোভাক জোকোভিচ) গ্র্যান্ডস্ল্যামের মালিক তিনি। তার মধ্যে রয়েছে ১৪টি ফরাসি ওপেন। চারটি ইউএস ওপেন, দু’টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু’টি উইম্বলডনও জিতেছেন। ফেদেরারের সঙ্গে তার দ্বৈরথ অমর হয়ে গিয়েছে। ২৩ বছর পেশাদার টেনিস খেলে অবশেষে থামলেন নাদাল। বলা যায় চোটের জন্য থামতে বাধ্য হলেন তিনি।
The post অবসরের ঘোষণা দিলেন ২২ গ্র্যান্ডস্লাম বিজয়ী নাদাল appeared first on Bangladesher Khela.