1:11 am, Sunday, 24 November 2024

নকশিকাঁথা

গাঁয়ের ঝি-বউ অবসরে
করতেন এসব কাজ
অতীত দিনের সেসব স্মৃতি
দেখা যায় না আজ।
গ্রাম্য সমাজ রূপ–ঐতিহ্যের
প্রবহমান ধারা
নকশিকাঁথায় নিখুঁতভাবে
তুলে আনতেন তারা।
নকশিকাঁথা বলত কথা
সুতোর শিল্পে হেসে
মনের মধ্যে রঙিন হয়ে
উঠত সেসব ভেসে।

Tag :

নকশিকাঁথা

Update Time : 12:06:28 am, Saturday, 21 September 2024

গাঁয়ের ঝি-বউ অবসরে
করতেন এসব কাজ
অতীত দিনের সেসব স্মৃতি
দেখা যায় না আজ।
গ্রাম্য সমাজ রূপ–ঐতিহ্যের
প্রবহমান ধারা
নকশিকাঁথায় নিখুঁতভাবে
তুলে আনতেন তারা।
নকশিকাঁথা বলত কথা
সুতোর শিল্পে হেসে
মনের মধ্যে রঙিন হয়ে
উঠত সেসব ভেসে।