নিজস্ব প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে গোটা বরিশালজুড়ে চলছে প্রতিমা তৈরির কাজ। যে কাজে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
প্রতিবারের মতো এবারও দুর্গোৎসবের আয়োজনকে ঘিরে কোনো কিছুর কমতি রাখতে চান না মন্দির কমিটিগুলো। বিগত দিনের থেকেও জাকজমকপূর্ণ আয়োজন করা হবে বেশিরভাগ মন্দিরেই।
জানা গেছে, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপ থাকছে বরিশাল জেলায়। নগর ব্যতীত বরিশাল জেলার পূজামণ্ডপের সংখ্যা ৫৪৫টি। আর এর মধ্যে সব থেকে বেশি এ বছর ১৭১টি মণ্ডপে পূজার আয়োজন চলছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বিভাগের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়।
জানা গেছে, এ উপজেলার পাঁচটি ইউনিয়নে চলছে প্রতিমা নির্মাণের কাজ। দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা নির্মাণে মহা ব্যস্ত সময় পার করছেন পাল পাড়ার মৃৎ শিল্পীরা।
উপজেলার পাল পাড়ার বাসিন্দা জয়দেব পাল, সঞ্জয় পালসহ মৃৎ শিল্পীরা জানিয়েছেন, এ বছরও তারা অন্য বছরের মতো প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা নির্মাণ করছেন।
তবে এ বছর প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা নির্মাণের খরচ একটু বেশি পড়বে। প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে। পূজার এক সপ্তাহ আগে থেকে প্রতিমার গায়ে রং-তুলির আঁচড়ের কাজ শেষ করবেন বলে জানান তারা।
আর আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ জানান, এ বছর উপজেলায় মোট ১৭১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। তবে বিগত সময়ের মতো বড় মন্দির বা মণ্ডপগুলোতে সেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন।
পঞ্জিকা মতে, ২ অক্টোবর মহালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেজে উঠবে দেবীর আগমনি বার্তা। ৮ অক্টোবর দেবী দুর্গার মর্তে আগমনী বার্তায় দেবীর বোধন পূজা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ। ওইদিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের শব্দ। ১০ অক্টোবর মহাসপ্তমী পূজা। ১১ অক্টোবর দেবীর মহাঅষ্টমী পূজা। মহানবমী পূজা ১২ অক্টোবর। দশমী বিহিত পূজা সমাপনান্তে দেবী বিসর্জন ও দশ হরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
The post বরিশালে পূজামণ্ডপে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.