চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুই শিশু নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চরমাদ্রাজ, জিন্নাগড় এবং দুলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুলারহাট থানার চর যমুনা গ্রামের অযুদ মিয়ার মেয়ে ইয়ানুর (২৭), চরমাদ্রাজ ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজানপুর গ্রামের মনজুর হাওলাদারের মেয়ে মরিয়ম (১২) এবং জিন্নাগড় ৫ নম্বর ওয়ার্ডের আবু নুরুল্লা’র ছেলে হামিম (৭)।
নিহতদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া এলাকার একটি মাদরাসার ছাত্রী। সকালে অটোরিকশায় করে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় মিয়াজানপুর সর্দার বাড়ি সংলগ্ন স্থানে তাকে বহনকারী অটোরিকশাটি ব্রেক ফেল করে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ওই অটোরিকশার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
অন্যদিকে দুলারহাট সড়কে লতিফ মিয়ার দোকান সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশার চাপায় হামিম নামে এক শিশুর মৃত্যু হয়।
এ ছাড়া শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে বসত ঘর ভেঙে গেলে ঘরের নিচে চাপা পড়েন ইয়ানুর বেগম ও তার মা বিবি আয়শা এবং বোন ফাতেমা বেগম।স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মারা যান ইয়ানুর বেগম।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরিন হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঝড়ে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
The post চরফ্যাশনে পৃথক ঘটনায় তিনজন নিহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.