10:48 am, Friday, 29 November 2024

সাজেকের পথে–প্রান্তরে

শহর ছেড়ে দূরে, সমতল থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে নিশ্বাস নিতে নিতে মন হারায় কল্পনায়, মন চায় থেকে যেতে এখানে। রিসোর্ট আলোতে থাকার বন্দোবস্ত করে, গোসল ও ঘুম শেষে বিকেলের স্নিগ্ধতায় দুচোখ মেলে যখন প্রকৃতি দেখি, মনে হয়, আহা, স্বর্গ বুঝি নামিল ধরায়। দুপুরে ঝালঝাল ঝোলে মুরগির মাংস আর পাহাড়ি বারোয়ারি তরকারি দিয়ে দরকারি খাবার গ্রহণ করে সমস্বরে সবাই বলেছিলাম, ‘আহা’।

Tag :
জনপ্রিয়

সাজেকের পথে–প্রান্তরে

Update Time : 09:07:45 pm, Wednesday, 20 November 2024

শহর ছেড়ে দূরে, সমতল থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে নিশ্বাস নিতে নিতে মন হারায় কল্পনায়, মন চায় থেকে যেতে এখানে। রিসোর্ট আলোতে থাকার বন্দোবস্ত করে, গোসল ও ঘুম শেষে বিকেলের স্নিগ্ধতায় দুচোখ মেলে যখন প্রকৃতি দেখি, মনে হয়, আহা, স্বর্গ বুঝি নামিল ধরায়। দুপুরে ঝালঝাল ঝোলে মুরগির মাংস আর পাহাড়ি বারোয়ারি তরকারি দিয়ে দরকারি খাবার গ্রহণ করে সমস্বরে সবাই বলেছিলাম, ‘আহা’।