7:30 pm, Saturday, 23 November 2024

প্রণয়

আকাশটাকে ঢাকলে বিষাদ মেঘে
ঝিনুক যেমন মুক্তা লুকায় রাখে,
তেমন করে রাখব গভীর বুকে
পুড়ব না আর চোরাবালির দুখে।
ফুল পাখিরা করবে আনাগোনা
নতুন করে বাঁধব মনের ঘর,
শায়ক ছুড়ে যতই বুকে বাঁধুক
করব না আর কখনো পর।
হঠাৎ যদি হারিয়ে যাই
খুঁজবে আমায় মেঘের এলোকেশে,
জ্যোৎস্না জ্যোতি ছড়িয়ে চারিদিকে
থাকব আমি চাঁদের হাসি হেসে।

Tag :

প্রণয়

Update Time : 12:06:42 pm, Thursday, 21 November 2024

আকাশটাকে ঢাকলে বিষাদ মেঘে
ঝিনুক যেমন মুক্তা লুকায় রাখে,
তেমন করে রাখব গভীর বুকে
পুড়ব না আর চোরাবালির দুখে।
ফুল পাখিরা করবে আনাগোনা
নতুন করে বাঁধব মনের ঘর,
শায়ক ছুড়ে যতই বুকে বাঁধুক
করব না আর কখনো পর।
হঠাৎ যদি হারিয়ে যাই
খুঁজবে আমায় মেঘের এলোকেশে,
জ্যোৎস্না জ্যোতি ছড়িয়ে চারিদিকে
থাকব আমি চাঁদের হাসি হেসে।