বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রমিক লীগ নেতা হামলায় ইব্রাহিম শেখ (২২) নামের যুবক গুরুত্বর আহত হয়েছেন। আহত যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় বাঁশবাড়িয়া গ্রামে ওই আহত যুবকের বাড়ির উঠোনে এই হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম শেখ ওই গ্রামের মো. ইসমাইল শেখের ছেলে।
হামলাকারী মতি মোল্লা বলইবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। তার বাড়িও বড়বাসবাড়িয়া গ্রামে।
আহত ইব্রাহিম শেখের বড় ভাই আলামিন শেখ বলেন, শ্রমিকলীগ নেতা মতি মোল্লা বিভিন্ন সময়ে এলাকার লোকজনকে মারধর ও নানা রকম অত্যাচার করত। গতকাল সন্ধ্যায় আমাদের বাড়ির উঠোনে বসেই পূর্ব শত্রুতার জেরে আমার ভাইয়ের সাথে ভাগ বিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে সেই ইব্রাহিমকে লাইট দিয়ে বাড়ি দেয়, ইব্রাহিম লাইট ধরে ফেললে, মতি মোল্লার কোমরে থাকা ছুরি দিয়ে ইব্রাহিমকে আঘাত করে। ইব্রাহিম হাত দিয়ে ঠেকালে সে গুরুত্বর আহত হয়। আত অবস্থায় প্রথমে ইব্রাহিমকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে এবং অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন শ্রমিক লীগ নেতা মতি মোল্লা। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারী গা ঢাকা দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে
The post মোরেলগঞ্জে শ্রমিকলীগ নেতার হামলায় যুবক গুরুতর আহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.