12:07 pm, Friday, 22 November 2024

এক অন্তঃপ্রাণ কবি রেজাউদ্দিন স্টালিন

সাহিত্যে বিলাসিতার জায়গা নেই। এক অকল্পনীয় প্রতিভার অধিকারী হয়েও রবীন্দ্রনাথ জীবনের শেষ দিন পর্যন্ত এর সাধনা করেছেন। কবি স্টালিনও নিরন্তর ভাবনা, লেখালেখি ও চর্চার মধ্যে থাকেন। অক্ষর ও শব্দের মধ্য দিয়ে জীবনকে দেখেন। যিনি লেখেন, তিনি সময়কে লেখেন, জীবনকে লেখেন, মহাকালকে লেখেন এবং দিন শেষে নিজেকেই লেখেন। যাঁর শব্দ ছাপা হয়, তাঁর জীবন সৃষ্টি হয়। এসবই কবি স্টালিনের অন্তরের অনুসঙ্গ কবিতায় চিত্রিত।

Tag :

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার

এক অন্তঃপ্রাণ কবি রেজাউদ্দিন স্টালিন

Update Time : 12:06:42 am, Friday, 22 November 2024

সাহিত্যে বিলাসিতার জায়গা নেই। এক অকল্পনীয় প্রতিভার অধিকারী হয়েও রবীন্দ্রনাথ জীবনের শেষ দিন পর্যন্ত এর সাধনা করেছেন। কবি স্টালিনও নিরন্তর ভাবনা, লেখালেখি ও চর্চার মধ্যে থাকেন। অক্ষর ও শব্দের মধ্য দিয়ে জীবনকে দেখেন। যিনি লেখেন, তিনি সময়কে লেখেন, জীবনকে লেখেন, মহাকালকে লেখেন এবং দিন শেষে নিজেকেই লেখেন। যাঁর শব্দ ছাপা হয়, তাঁর জীবন সৃষ্টি হয়। এসবই কবি স্টালিনের অন্তরের অনুসঙ্গ কবিতায় চিত্রিত।