চীনের হুনান প্রদেশের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে একটি বৃহৎ সোনার খনির সন্ধান মিলেছে। এই খনির খোঁজ এবং এর বিশাল সোনার মজুদ চীনের স্বর্ণ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
খনিটির গভীরতা ২০০০ মিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রায় ৪০টিরও বেশি সোনার আকরিক ধমনির সন্ধান পাওয়া গেছে। এসব ধমনিতে জমাট সোনা রয়েছে, যা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে গরম লাভা প্রবাহিত হয়ে গঠিত হয়েছে।… বিস্তারিত