7:25 am, Saturday, 23 November 2024

গন্তব্যহীন

কেন তোমাকে চিঠি লিখি? এই প্রশ্নের উত্তরে একদিন তোমাকে বলেছিলাম, ‘আমরা যতই আধুনিক হই, আধুনিকতায় ডুবে থাকি; আমাদের হৃদয় ঠিকই পড়ে আছে নব্বই দশকে। কুঁড়েঘর, মাটির হাঁড়ি আর চিঠির খামে।’ অনেক দিন পর এই কথার যথার্থতা খুঁজে পেলাম। দুই দিন ধরে দেখছি ফেসবুকজুড়ে প্রিয়জনদের চিঠির ছড়াছড়ি। সারা দিনের কর্মব্যস্ততার ফাঁকে ক্লান্ত প্রেমিক লিখছে প্রেমিকাকে, ভাই লিখছে বোনকে কিংবা করপোরেট অফিসের বস লিখছে তাঁর সুন্দরী কলিগকে। আজকের দিনে এসেও মানুষ মানুষকে চিঠি লিখছে। কি দারুণ, তাই না!

Tag :

গন্তব্যহীন

Update Time : 08:06:23 pm, Friday, 22 November 2024

কেন তোমাকে চিঠি লিখি? এই প্রশ্নের উত্তরে একদিন তোমাকে বলেছিলাম, ‘আমরা যতই আধুনিক হই, আধুনিকতায় ডুবে থাকি; আমাদের হৃদয় ঠিকই পড়ে আছে নব্বই দশকে। কুঁড়েঘর, মাটির হাঁড়ি আর চিঠির খামে।’ অনেক দিন পর এই কথার যথার্থতা খুঁজে পেলাম। দুই দিন ধরে দেখছি ফেসবুকজুড়ে প্রিয়জনদের চিঠির ছড়াছড়ি। সারা দিনের কর্মব্যস্ততার ফাঁকে ক্লান্ত প্রেমিক লিখছে প্রেমিকাকে, ভাই লিখছে বোনকে কিংবা করপোরেট অফিসের বস লিখছে তাঁর সুন্দরী কলিগকে। আজকের দিনে এসেও মানুষ মানুষকে চিঠি লিখছে। কি দারুণ, তাই না!