তারা গ্রামে ফিরে এসে এমন একখণ্ড জমিতে ঘর ওঠায়, যা অপয়া ভিটা বলে পরিচিত ছিল। জীবনের যুদ্ধে যখন সে প্রাণপণে লড়ছে, তখন তার ওপর দৃষ্টি পড়ে গাঁয়ের মোড়লের। দ্বিতীয় স্বামীও তাকে আবার ঘরে তুলতে চায়। সে কারও প্রস্তাবেই সায় দেয় না। কিন্তু এ দুজনের সাক্ষাৎ ঘটে এবং মোড়ল তার প্রতিযোগীকে হত্যা করে। ঘটনার একমাত্র দর্শক হিসেবে জয়গুনকেও মূল্য দিতে হয় অন্যভাবে। ‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসের কাহিনির বিচিত্রতার মধ্যে মূল বিষয় একটিই; তা হচ্ছে কুসংস্কার, সম্পদ, ধর্ম, প্রতিপত্তি, সামাজিক বিধিনিষেধ ও জাতীয়তাবোধ। এসব কাজে লাগিয়ে শ্রমজীবী ক্ষুধার্ত মানুষের ওপর ক্রমাগত শোষণ।
10:19 pm, Saturday, 23 November 2024
News Title :
পাঠচক্রে আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ী’
- সংবাদপত্র সংগ্রহ
- Update Time : 03:06:47 pm, Saturday, 23 November 2024
- 1 Time View
Tag :
জনপ্রিয়