ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে বিক্ষোভ করেছেন চালকরা। রোববার (২৪ নভেম্বর) সকালে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভের ফলে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। অনেককে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।
প্রসঙ্গত, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন চালকরা। সড়কে অটোরিকশা চলতে দেয়ার দাবি করছেন তারা।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তিনদিনের মধ্যে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি অটোরিকশা বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট। এরইমধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।
The post রাজধানীর একাধিক স্থানে অটোরিকশা চালকদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত appeared first on Ctg Times.