আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিয়মিত ঘাম ঝড়াচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ (রোববার) দুপুরে অনুশীলন শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের পেসার মারুফা আক্তার। সিরিজের প্রস্তুতি নিয়ে মারুফা বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা চেষ্টা করব সিরিজের তিনটি ম্যাচই জেতার। সামনে যেহেতু বিশ্বকাপ আছে, তাই এই সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’
ভালো করার জন্য মারুফা বললেন, ‘আমি চেষ্টা করছি। তবে কীভাবে চেষ্টা করছি সেটা আমার ব্যক্তিগত। সিরিজে আমার ব্যক্তিগত লক্ষ্য সিক্রেট (গোপন) থাকে, সব সময় সিক্রেটই থাকবে।’
আয়ারল্যান্ডকে নিয়ে মারুফা বলেন, ‘আমরা বিশ্বকাপে বা এর আগেও ভালো কিছু ম্যাচ খেলেছি। যদিও আমি ব্যক্তিগতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলিনি, তবে নতুন অভিজ্ঞতা হিসেবে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর ৬ টি ম্যাচ জিততে হবে বাংলাদেশের। এ নিয়ে মারুফা বললেন, ‘আমরা অনেক চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি। চেষ্টা করতে করতে একদিন সফল হবোই।’
The post সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে বাংলাদেশি পেসার, ‘একদিন সফল হবোই’ appeared first on Bangladesher Khela.