9:44 pm, Monday, 25 November 2024

৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

 বরিশালের হিজলায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার পারভেজ চৌকিদার (২৫) ভোলার চরফ্যাশন উপজেলার ইউসুফ চৌকিদারের ছেলে। 

অপরদিকে হত্যার শিকার সুরভি বেগম (২০) হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাঝেরচর আদর্শগ্রামের বাসিন্দা সবুজ বাঘার মেয়ে। 

নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে সুরভি ও পারভেজের বিয়ে হয়। সপ্তাহ দুই আগে তিনমাসের অন্তঃসত্ত্বা সুরভি স্বামী পারভেজকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। 

নিহতের মা শিউলি বেগম জানান, রোববার দিবাগত রাতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। যার সূত্রধরে রাতেই ওড়না দিয়ে সুরভীর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পারভেজ। এরপর সুরভীকে কম্বল পেঁচিয়ে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় পারভেজ। পরবর্তীতে মেয়ের নিথর মরদেহ বাবা-মা পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দেয়।  তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে তবে সুরভীর স্বামী পারভেজকে না দেখে তাদের সন্দেহ হয়। এরপর খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট থেকে পারভেজকে আটক করা হয়। 

নিহতের বাবা সবুজ বাঘা জানান, পারিবারিক কলজের জেরে রোববার রাতে তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জামাতা পারভেজ। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উলানিয়া এলাকা থেকে তাকে জনতা আটক করে। এ ঘটনায় পারভেজকে আসামি করে হিজলা থানায় হত্যা মামলা করেছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবুল কালাম আজাদ বলেন, সুরভীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা নিজ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী পারভেজকে আটক করা হয়েছে। 

আটক পারভেজের বিরুদ্ধে সুরভি বেগমের বাবা বাদী হয়ে হিজলা থানায় একটি হত্যা মামলা করেছেন, সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে

The post ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

Update Time : 05:07:15 pm, Monday, 25 November 2024

হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

 বরিশালের হিজলায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার পারভেজ চৌকিদার (২৫) ভোলার চরফ্যাশন উপজেলার ইউসুফ চৌকিদারের ছেলে। 

অপরদিকে হত্যার শিকার সুরভি বেগম (২০) হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাঝেরচর আদর্শগ্রামের বাসিন্দা সবুজ বাঘার মেয়ে। 

নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে সুরভি ও পারভেজের বিয়ে হয়। সপ্তাহ দুই আগে তিনমাসের অন্তঃসত্ত্বা সুরভি স্বামী পারভেজকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। 

নিহতের মা শিউলি বেগম জানান, রোববার দিবাগত রাতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। যার সূত্রধরে রাতেই ওড়না দিয়ে সুরভীর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পারভেজ। এরপর সুরভীকে কম্বল পেঁচিয়ে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় পারভেজ। পরবর্তীতে মেয়ের নিথর মরদেহ বাবা-মা পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দেয়।  তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে তবে সুরভীর স্বামী পারভেজকে না দেখে তাদের সন্দেহ হয়। এরপর খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট থেকে পারভেজকে আটক করা হয়। 

নিহতের বাবা সবুজ বাঘা জানান, পারিবারিক কলজের জেরে রোববার রাতে তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জামাতা পারভেজ। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উলানিয়া এলাকা থেকে তাকে জনতা আটক করে। এ ঘটনায় পারভেজকে আসামি করে হিজলা থানায় হত্যা মামলা করেছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবুল কালাম আজাদ বলেন, সুরভীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা নিজ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী পারভেজকে আটক করা হয়েছে। 

আটক পারভেজের বিরুদ্ধে সুরভি বেগমের বাবা বাদী হয়ে হিজলা থানায় একটি হত্যা মামলা করেছেন, সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে

The post ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.