4:32 pm, Tuesday, 26 November 2024

পুলিশ সদস্যকে খুনের আসামি পিবিআইয়ের হাতে ফরিদপুর থেকে গ্রেফতার

ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুনের আসামী দেলোয়ারকে  ফরিদপুরের মিয়াবাড়ী মসজিদ থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ পিবিআই। সোমবার রাতে র‍্যাব ও ১৪ এর সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়। 
ময়মনসিংহ নগরীর বাদেকল্পা গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মিন্টু মিয়া (৬০) ও তার ভাই ইব্রাহিমদের সাথে একই এলাকার জাহাঙ্গীর, সুজন ও দেলোয়ারগণের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত ১১ অক্টোবর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু ও তার বড় ভাই ইব্রাহিম তাদের জমি হতে ঘাস কেটে বাড়ী ফিরছিলেন। এ সময় বাদেকল্পা মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের পশ্চিম পাশে আসা মাত্র জাহাঙ্গীর, সুজন, দেলোয়ার, আরমান, রুহুল আমিন, খায়রুল ইসলাম, সৌরভ, নাজমুলগণ সহ অজ্ঞাতনামারা দেশীয় অস্ত্র নিয়ে মিন্টু ও ইব্রাহিমের পথরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করে। ইব্রাহের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করান।
উক্ত ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ডিসিস্ট মিন্টু মিয়ার ছেলে আলী ইমাম হোসেন মিতুল বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেন। তৎপ্রেক্ষিতে কোতয়ালী থানার মামলা নং-২৬, তাং-১১/১০/২৪ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। থানা পুলিশের তদন্তকালে পিবিআই, ময়মনসিংহ জেলা মামলাটি অধিগ্রহণ করে।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, অতিরিক্ত আইজিপি, পিবিআই  মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আবুল কাশেম মামলার তদন্ত শুরু করেন।
তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১০ও ১৪ এর সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে এক মাসের মধ্যেই আত্মগোপনে থাকা আসামী দেলোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে তদন্তকারী কর্মকর্তা সোমবার রাতে ফরিদপুরের সদরের মিয়াবাড়ী মসজিদে তাবলিগ জামায়াতে গিয়ে আত্মগোপনে থাকা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার
 মোঃ রকিবুল আক্তার জানান, এটি ছিল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে খুনের চাঞ্চল্যকর একটি ঘটনা। হত্যাকান্ড সংঘটিত হওয়ায় জেলা পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআই ময়মনসিংহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। কিন্তু আসামীরা আত্মগোপনে চলে যাওয়ায় কোনভাবেই আসামীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে র‍্যাব-১৪ এর অধিনায়ক মোঃ আলিমুজ্জামান ও কোম্পানি কমান্ডার সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলামের সহযোগীতায় পিবিআই ময়মনসিংহ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতারে সক্ষম হয়।

The post পুলিশ সদস্যকে খুনের আসামি পিবিআইয়ের হাতে ফরিদপুর থেকে গ্রেফতার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Tag :

পুলিশ সদস্যকে খুনের আসামি পিবিআইয়ের হাতে ফরিদপুর থেকে গ্রেফতার

Update Time : 12:08:31 pm, Tuesday, 26 November 2024
ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুনের আসামী দেলোয়ারকে  ফরিদপুরের মিয়াবাড়ী মসজিদ থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ পিবিআই। সোমবার রাতে র‍্যাব ও ১৪ এর সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়। 
ময়মনসিংহ নগরীর বাদেকল্পা গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মিন্টু মিয়া (৬০) ও তার ভাই ইব্রাহিমদের সাথে একই এলাকার জাহাঙ্গীর, সুজন ও দেলোয়ারগণের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত ১১ অক্টোবর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু ও তার বড় ভাই ইব্রাহিম তাদের জমি হতে ঘাস কেটে বাড়ী ফিরছিলেন। এ সময় বাদেকল্পা মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের পশ্চিম পাশে আসা মাত্র জাহাঙ্গীর, সুজন, দেলোয়ার, আরমান, রুহুল আমিন, খায়রুল ইসলাম, সৌরভ, নাজমুলগণ সহ অজ্ঞাতনামারা দেশীয় অস্ত্র নিয়ে মিন্টু ও ইব্রাহিমের পথরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করে। ইব্রাহের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করান।
উক্ত ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ডিসিস্ট মিন্টু মিয়ার ছেলে আলী ইমাম হোসেন মিতুল বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেন। তৎপ্রেক্ষিতে কোতয়ালী থানার মামলা নং-২৬, তাং-১১/১০/২৪ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। থানা পুলিশের তদন্তকালে পিবিআই, ময়মনসিংহ জেলা মামলাটি অধিগ্রহণ করে।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, অতিরিক্ত আইজিপি, পিবিআই  মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আবুল কাশেম মামলার তদন্ত শুরু করেন।
তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১০ও ১৪ এর সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে এক মাসের মধ্যেই আত্মগোপনে থাকা আসামী দেলোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে তদন্তকারী কর্মকর্তা সোমবার রাতে ফরিদপুরের সদরের মিয়াবাড়ী মসজিদে তাবলিগ জামায়াতে গিয়ে আত্মগোপনে থাকা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার
 মোঃ রকিবুল আক্তার জানান, এটি ছিল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে খুনের চাঞ্চল্যকর একটি ঘটনা। হত্যাকান্ড সংঘটিত হওয়ায় জেলা পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআই ময়মনসিংহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। কিন্তু আসামীরা আত্মগোপনে চলে যাওয়ায় কোনভাবেই আসামীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে র‍্যাব-১৪ এর অধিনায়ক মোঃ আলিমুজ্জামান ও কোম্পানি কমান্ডার সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলামের সহযোগীতায় পিবিআই ময়মনসিংহ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতারে সক্ষম হয়।

The post পুলিশ সদস্যকে খুনের আসামি পিবিআইয়ের হাতে ফরিদপুর থেকে গ্রেফতার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.