কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে ইউএনও ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেন। টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে ০৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মিজান স্মৃতি বানাই একাদশ ২-০ গোলে আমুয়া একাদশকে পরাজিত করে। খেলায় দেশি ও বিদেশি খেলোয়াররা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় দাস, থানা অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, কাঠালিয়া ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, রূপালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান, ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ ইস্রাফিল তালুকদার, ক্রীড়াবিদ মোঃ হাছিব ভুট্টো, মোঃ নাসির হোসেন, মোঃ ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন। নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। মাসব্যাপী এ খেলা চলবে বলেও জানান আয়োজন কমিটি।
The post কাঠালিয়ায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.