9:48 pm, Tuesday, 26 November 2024

১৩-তেই আইপিএলে, ইতিহাসগড়া বৈভবের বয়স বিতর্কে ক্ষেপলেন তার বাবা

মাত্র ১৩ বছর বয়সেই খবরের শিরোনামে চলে এসেছেন বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে রেকর্ড গড়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। যে মঞ্চে বিশ্বের অনেক তারকা ক্রিকেটার উপেক্ষিত থেকে গেছেন, সেই আইপিএল নিলামে রাতারাতি কোটিপতি বনে গেছেন বিহারের এই কিশোর।

বৈভবকে নিয়ে আলোচনা, মাতামাতির মধ্যেই এখন অন্য বিতর্কও হচ্ছে। সত্যিই কি তার বয়স ১৩? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। অবশ্য ছেলের বয়স নিয়ে প্রশ্ন উঠতেই চ্যালেঞ্জ জানিয়েছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী।

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘ওর যখন সাড়ে ৮ বছর বয়স, তখন বিসিসিআই বোন টেস্ট করেছিল। আমার ছেলে কিন্তু ইতোমধ্যে অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমে খেলছে। এ নিয়ে যতই বিতর্ক তৈরি হোক, আমরা কাউকে ভয় পাই না। দরকার পড়লে ও আবার বয়সের পরীক্ষা দিতে তৈরি।’

বিহারের সমস্তিপুরের ছেলে বৈভব। আফগানিস্তানের আল্লাহ গাজানফারকে টপকে আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছেন। ভারতের হয়ে যুব টেস্ট খেলতে নেমে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিও করেছেন, ১৩ বছর ২৮৮ দিনে। বাঁ হাতি ব্যাটার আগামী দিনে ভারতের ভবিষ্যৎ হতে পারেন। বৈভবের বাবা বলেছেন, ‘ছেলেকে ক্রিকেটার করার জন্য জমিও বেচে দিয়েছিলাম। সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি। আমার ছেলে সাফল্য পেলে সব ঠিক হয়ে যাবে। ও শুধু ক্রিকেট খেলতে চায়।’

প্রসঙ্গত, গত বছর একটি সাক্ষাৎকারে বৈভব নিজেই বলেছিলেন, ২৭ সেপ্টেম্বর তার ১৪ বছর পূর্ণ হবে। অর্থাৎ তার জন্ম আসলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর। সে হিসেবে এখন ১৫ বছর হওয়ার কথা। অবশ্য ক্রিকেটারদের অফিসিয়াল বয়স কিছুটা কম দেখানোর চল রয়েছে।

খুলনা গেজেট/এএজে

The post ১৩-তেই আইপিএলে, ইতিহাসগড়া বৈভবের বয়স বিতর্কে ক্ষেপলেন তার বাবা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

১৩-তেই আইপিএলে, ইতিহাসগড়া বৈভবের বয়স বিতর্কে ক্ষেপলেন তার বাবা

Update Time : 05:06:48 pm, Tuesday, 26 November 2024

মাত্র ১৩ বছর বয়সেই খবরের শিরোনামে চলে এসেছেন বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে রেকর্ড গড়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। যে মঞ্চে বিশ্বের অনেক তারকা ক্রিকেটার উপেক্ষিত থেকে গেছেন, সেই আইপিএল নিলামে রাতারাতি কোটিপতি বনে গেছেন বিহারের এই কিশোর।

বৈভবকে নিয়ে আলোচনা, মাতামাতির মধ্যেই এখন অন্য বিতর্কও হচ্ছে। সত্যিই কি তার বয়স ১৩? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। অবশ্য ছেলের বয়স নিয়ে প্রশ্ন উঠতেই চ্যালেঞ্জ জানিয়েছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী।

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘ওর যখন সাড়ে ৮ বছর বয়স, তখন বিসিসিআই বোন টেস্ট করেছিল। আমার ছেলে কিন্তু ইতোমধ্যে অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমে খেলছে। এ নিয়ে যতই বিতর্ক তৈরি হোক, আমরা কাউকে ভয় পাই না। দরকার পড়লে ও আবার বয়সের পরীক্ষা দিতে তৈরি।’

বিহারের সমস্তিপুরের ছেলে বৈভব। আফগানিস্তানের আল্লাহ গাজানফারকে টপকে আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছেন। ভারতের হয়ে যুব টেস্ট খেলতে নেমে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিও করেছেন, ১৩ বছর ২৮৮ দিনে। বাঁ হাতি ব্যাটার আগামী দিনে ভারতের ভবিষ্যৎ হতে পারেন। বৈভবের বাবা বলেছেন, ‘ছেলেকে ক্রিকেটার করার জন্য জমিও বেচে দিয়েছিলাম। সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি। আমার ছেলে সাফল্য পেলে সব ঠিক হয়ে যাবে। ও শুধু ক্রিকেট খেলতে চায়।’

প্রসঙ্গত, গত বছর একটি সাক্ষাৎকারে বৈভব নিজেই বলেছিলেন, ২৭ সেপ্টেম্বর তার ১৪ বছর পূর্ণ হবে। অর্থাৎ তার জন্ম আসলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর। সে হিসেবে এখন ১৫ বছর হওয়ার কথা। অবশ্য ক্রিকেটারদের অফিসিয়াল বয়স কিছুটা কম দেখানোর চল রয়েছে।

খুলনা গেজেট/এএজে

The post ১৩-তেই আইপিএলে, ইতিহাসগড়া বৈভবের বয়স বিতর্কে ক্ষেপলেন তার বাবা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.