9:41 pm, Tuesday, 26 November 2024

খালে বিষ দিয়ে মাছ নিধন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রেনীখালী স্লুইজ গেট হতে মঙ্গলেরহাট অভিমুখি ৩ কিলোমিটার খালে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়েছে দুর্বৃত্তরা। বিষ দেওয়ার ফলে খালের দু’পাড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। স্লুইজ গেট খুলে দিয়ে দুই হাজার বিঘা চলতি আমন ফসলী মাঠে পানি নেমে গিয়ে ক্ষতির আশংকায় রয়েছে কৃষক।

এ ঘটনায় গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলা পুটিখালী, বলইবুনিয়া ও দৈবজ্ঞহাটীর ৩ ইউনিয়নের ১০কিলোমিটার বদ্ধ খালটির শ্রেণীখালী স্লুইজগেট হয়ে মঙ্গলেরহাট বাজার অভিমুখি ৩ কিলোমিটার বির্স্তীন এলাকা জুড়ে মঙ্গলবার ভোররাতে ১৫/২০ জনের স্থানীয় প্রভাবশালী একটি চক্র বদ্ধ খালের স্লুইজগেট খুলে দিয়ে বিষ প্রয়োগ করে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায় এবং ছোট বড় অনেক মাছ মরে ভেসে উঠে। মঙ্গলবার সকালে খালের দু’পাড়ের স্থানীয় গ্রামবাসীরা ভেসে ওঠা মরা মাছ দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করে।

এদিকে প্রভাবশালী এ চক্রটি গত কয়েকদিন ধরে স্লুইজ গেট খুলে দিয়ে পানি নামিয়ে ফেলার কারনে এলাকার পুটিখালী, গজালিয়া, ভাটখালী, সোনাখালী, বলইবুনিয়া, বাসবাড়িয়া, শ্রেনীখালী, দৈবজ্ঞহাটীর গাবগাছিয়া, জোকা ৩ ইউনিয়নের ১০ টি গ্রামের শত শত কৃষকের ২ হাজার বিঘা আমন ফসলের মাঠে পানি শুকিয়ে মাঠ চৌচির হয়ে পড়ে ক্ষতির আশংকায় পড়েছে হাজার হাজার কৃষক।

ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যাবলী দেখভালের দায়িত্ব থাকলেও বলইবুনিয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও পুটিখালী কৃষি কর্মকর্তা এস এম আলী আশরাফ একে অপরের কাঁধে দোষ চাপিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ কৃষকদের।

পুটিখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শিকদার খলিলুর রহমান, স্থানীয় কৃষক মাষ্টার আব্দুল জলিল হাওলাদার, আব্দুস ছালাম হাওলাদার, গোলাম মোস্তফা, ইব্রাহিম শেখসহ একাধিক কৃষকেরা বলেন, খালে বিষ দিয়ে মাছ মেরে ফেলার যে ক্ষতি হয়েছে তার দ্বীগুন ক্ষতি করে ফেলেছে চলতি আমন ফসলের। এ ঘটনার তারা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, পুটিখালী, বলইবুনিয়া খালে বিষ প্রয়োগের বিষয়টি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ টিএ

The post খালে বিষ দিয়ে মাছ নিধন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

খালে বিষ দিয়ে মাছ নিধন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

Update Time : 05:06:57 pm, Tuesday, 26 November 2024

বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রেনীখালী স্লুইজ গেট হতে মঙ্গলেরহাট অভিমুখি ৩ কিলোমিটার খালে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়েছে দুর্বৃত্তরা। বিষ দেওয়ার ফলে খালের দু’পাড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। স্লুইজ গেট খুলে দিয়ে দুই হাজার বিঘা চলতি আমন ফসলী মাঠে পানি নেমে গিয়ে ক্ষতির আশংকায় রয়েছে কৃষক।

এ ঘটনায় গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলা পুটিখালী, বলইবুনিয়া ও দৈবজ্ঞহাটীর ৩ ইউনিয়নের ১০কিলোমিটার বদ্ধ খালটির শ্রেণীখালী স্লুইজগেট হয়ে মঙ্গলেরহাট বাজার অভিমুখি ৩ কিলোমিটার বির্স্তীন এলাকা জুড়ে মঙ্গলবার ভোররাতে ১৫/২০ জনের স্থানীয় প্রভাবশালী একটি চক্র বদ্ধ খালের স্লুইজগেট খুলে দিয়ে বিষ প্রয়োগ করে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায় এবং ছোট বড় অনেক মাছ মরে ভেসে উঠে। মঙ্গলবার সকালে খালের দু’পাড়ের স্থানীয় গ্রামবাসীরা ভেসে ওঠা মরা মাছ দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করে।

এদিকে প্রভাবশালী এ চক্রটি গত কয়েকদিন ধরে স্লুইজ গেট খুলে দিয়ে পানি নামিয়ে ফেলার কারনে এলাকার পুটিখালী, গজালিয়া, ভাটখালী, সোনাখালী, বলইবুনিয়া, বাসবাড়িয়া, শ্রেনীখালী, দৈবজ্ঞহাটীর গাবগাছিয়া, জোকা ৩ ইউনিয়নের ১০ টি গ্রামের শত শত কৃষকের ২ হাজার বিঘা আমন ফসলের মাঠে পানি শুকিয়ে মাঠ চৌচির হয়ে পড়ে ক্ষতির আশংকায় পড়েছে হাজার হাজার কৃষক।

ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যাবলী দেখভালের দায়িত্ব থাকলেও বলইবুনিয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও পুটিখালী কৃষি কর্মকর্তা এস এম আলী আশরাফ একে অপরের কাঁধে দোষ চাপিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ কৃষকদের।

পুটিখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শিকদার খলিলুর রহমান, স্থানীয় কৃষক মাষ্টার আব্দুল জলিল হাওলাদার, আব্দুস ছালাম হাওলাদার, গোলাম মোস্তফা, ইব্রাহিম শেখসহ একাধিক কৃষকেরা বলেন, খালে বিষ দিয়ে মাছ মেরে ফেলার যে ক্ষতি হয়েছে তার দ্বীগুন ক্ষতি করে ফেলেছে চলতি আমন ফসলের। এ ঘটনার তারা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, পুটিখালী, বলইবুনিয়া খালে বিষ প্রয়োগের বিষয়টি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ টিএ

The post খালে বিষ দিয়ে মাছ নিধন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.