তামিম আছেন, তামিম নেই; কবে ফিরবেন জাতীয় দলে? কবে ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নাকি আর ফিরবেনই না! এরকম নানা প্রশ্ন ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা তামিম এবার ফিরছেন এনসিএল দিয়ে। সেজন্য ফিটনেস পরীক্ষাও দিতে হয়েছে তাকে। তবে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন বাঁহাতি এই ওপেনার।
আসন্ন জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণের মাধ্যমেই মাঠে ফিরবেন তামিম ইকবাল। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তিনি ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন। এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই। এবার শুধু মাঠে নামার অপেক্ষা।
প্রিমিয়ার লিগের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। তবে সর্বশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। এবার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন সহজেই। আগামী ১২ ডিসেম্বর থেকে সিলেটে হতে যাওয়া আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে দেখা যাবে বাঁহাতি এই ওপেনারকে।
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে শিরোপ জিতিয়েছেন তামিম ইকবাল। এবারও তিনি এই দলকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের আগে তাই প্রস্তুতি হিসেবে এনসিএলকেই বেছে নিয়েছেন দেশসেরা এই ওপেনার। জাতীয় লিগে তিনি খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। এরপর বিপিএল মাতাবেন ফরচুন বরিশালের হয়ে।
খুলনা গেজেট/এমএম
The post ফিটনেস পরীক্ষায় পাস করলেন তামিম appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.