7:33 pm, Friday, 29 November 2024

কৃষ্টপুরে পুলিশের সোর্সের শেলটারে ব্যবসা চালায় ১৩ মাদক ব্যবসায়ী

 ৫ আগষ্টের পর থেকে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার মাদকের নিয়ন্ত্রন চলে যায় তথা কতিথ পুলিশের সোর্স মন্টুর হাতে। এ সকল ব্যবসায়দের নামে একাধিক মামলা থাকলেও বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাপ্তাহিক ২ হাজার টাকার বিনিময়ে মন্টু এই এলাকার ১৩ ব্যবসায়ীকে নিয়ন্ত্রন করে এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছে। মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনি পুলিশকে মেনেজ করেন বলে মাদক ব্যবসায়ীদের একাধিক ব্যক্তি জানিয়েছে। ফলে এ সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশী কোন অভিযান কার্যকর হয়না। যে কারনে ব্যবসায়ীরা গাজা, ইয়াবা ও হেরোইন এর ব্যবসা করে যাচ্ছে।

শহরের কৃষ্টপুর এলাকার সাধারন মানুষ এক দমে বলতে থাকে মাদক ব্যবসায়ীদের নাম। এলাকার লোকজন জানিয়েছে, কৃষ্ট পুরে পুলিশের সোর্স সিরাজ, পাপ্পু এছাড়া ফালানী উরফে জ্যোস্না, কবির, শাকিল, ঝর্না, তথা কতিথ আওয়ামীলীগ নেতা মড়ল, সুমন ও সুমি দেদারছে মাদকের ব্যকসা করছে। অপর দিকে ভৈরব রেল গেইটের পাশে দিলু, সুবর্না, আলমগীর ও রুমা মাদক বহু বছর ধরে বারোমাসী মাদক ব্যবসা করছে। এই তেরো মাদক ব্যসায়ীর শেলটার দাতা হচ্ছে সোর্স মন্টু। মন্টু নিজেও মাদক ব্যবসায়ী। তাকেও মাদকসহ র‌্যাব গ্রেফতার করে ছিল। থানা ও ফাড়ির কতিপয় পুলিশের খুব প্রিয় ভাজন সোর্স মন্টু। মাদক ব্যবসায়ীরা জানিয়েছে মন্টু হপ্তপার ২ হাজার করে টাকা নেয়। ফলে পুলিশের জক্কিজামেলা তেমন হয়না। পুলিশ আসার খবর তাদেরকে আগাম দিয়ে দেয়া হয়। ফলে পুলিশ কিংবা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান সফল হয়না। এ সকল এলাকায় মাদক খুব সহজ লভ্য। স্কুল কলেজের শিক্ষার্থীরা ও যুব সমাজ হাত বাড়িয়ে নিয়ে নেয়। এক শ্রেনীর অপরাধীরাও মাদক সেবন করে অপরাধ সংঘঠিত করে থাকে।

The post কৃষ্টপুরে পুলিশের সোর্সের শেলটারে ব্যবসা চালায় ১৩ মাদক ব্যবসায়ী appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Tag :
জনপ্রিয়

কৃষ্টপুরে পুলিশের সোর্সের শেলটারে ব্যবসা চালায় ১৩ মাদক ব্যবসায়ী

Update Time : 03:07:49 pm, Friday, 29 November 2024

 ৫ আগষ্টের পর থেকে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার মাদকের নিয়ন্ত্রন চলে যায় তথা কতিথ পুলিশের সোর্স মন্টুর হাতে। এ সকল ব্যবসায়দের নামে একাধিক মামলা থাকলেও বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাপ্তাহিক ২ হাজার টাকার বিনিময়ে মন্টু এই এলাকার ১৩ ব্যবসায়ীকে নিয়ন্ত্রন করে এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছে। মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনি পুলিশকে মেনেজ করেন বলে মাদক ব্যবসায়ীদের একাধিক ব্যক্তি জানিয়েছে। ফলে এ সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশী কোন অভিযান কার্যকর হয়না। যে কারনে ব্যবসায়ীরা গাজা, ইয়াবা ও হেরোইন এর ব্যবসা করে যাচ্ছে।

শহরের কৃষ্টপুর এলাকার সাধারন মানুষ এক দমে বলতে থাকে মাদক ব্যবসায়ীদের নাম। এলাকার লোকজন জানিয়েছে, কৃষ্ট পুরে পুলিশের সোর্স সিরাজ, পাপ্পু এছাড়া ফালানী উরফে জ্যোস্না, কবির, শাকিল, ঝর্না, তথা কতিথ আওয়ামীলীগ নেতা মড়ল, সুমন ও সুমি দেদারছে মাদকের ব্যকসা করছে। অপর দিকে ভৈরব রেল গেইটের পাশে দিলু, সুবর্না, আলমগীর ও রুমা মাদক বহু বছর ধরে বারোমাসী মাদক ব্যবসা করছে। এই তেরো মাদক ব্যসায়ীর শেলটার দাতা হচ্ছে সোর্স মন্টু। মন্টু নিজেও মাদক ব্যবসায়ী। তাকেও মাদকসহ র‌্যাব গ্রেফতার করে ছিল। থানা ও ফাড়ির কতিপয় পুলিশের খুব প্রিয় ভাজন সোর্স মন্টু। মাদক ব্যবসায়ীরা জানিয়েছে মন্টু হপ্তপার ২ হাজার করে টাকা নেয়। ফলে পুলিশের জক্কিজামেলা তেমন হয়না। পুলিশ আসার খবর তাদেরকে আগাম দিয়ে দেয়া হয়। ফলে পুলিশ কিংবা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান সফল হয়না। এ সকল এলাকায় মাদক খুব সহজ লভ্য। স্কুল কলেজের শিক্ষার্থীরা ও যুব সমাজ হাত বাড়িয়ে নিয়ে নেয়। এক শ্রেনীর অপরাধীরাও মাদক সেবন করে অপরাধ সংঘঠিত করে থাকে।

The post কৃষ্টপুরে পুলিশের সোর্সের শেলটারে ব্যবসা চালায় ১৩ মাদক ব্যবসায়ী appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.