9:51 pm, Friday, 29 November 2024

প্রেক্ষাগৃহে ইরফান-আইশার ‘ভয়াল’

সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’। শুক্রবার (২৯ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়েছিল ‘ভয়াল’ এর শ্যুটিং। কাকতালীয়ভাবে ঠিক এক বছর পর একই দিনে মুক্তি পেল বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমাটি। এর আগে মুক্তি উপলক্ষ্যে ছবিটি নিয়ে বেশ জোরেসোরেই প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

যদিও বিপ্লব হায়দারের প্রথম মুক্তি পাওয়া সিনেমা। এর আগে ‘আলী’ নামে আরেকটি সিনেমা বানিয়েছেন এই তরুণ নির্মাতা, তবে ঘটনাচক্রে ‘ভয়াল’ই আগে মুক্তি পাচ্ছে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি ছবিটির মুক্তি প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন এই অভিনেতা।

ইরফান সাজ্জাদের কথায়, এটি এমন একটি গল্প সেখানে বাবা মা বোনের কথা আছে, বাবা ছেলের কথা আছে, প্রেমের গল্পও আছে। আমার চরিত্রটা গ্রামের সাধারণ একটি চরিত্র।

ইরফান সাজ্জাদ বলেন, চরিত্রটিতে আলাদা যে বৈশিষ্ট্য আছে সেরকম কিছু না। তবে যে কারণে চরিত্রটি সুন্দর সেটি হচ্ছে চরিত্রটির শক্তিশালী একটি ইথিক্স আছে। শুরু থেকে মানুষ একভাবে দেখবে। শেষে অন্যভাবে। সবগুলো চরিত্রই বেশ দেখার মতো। দেখা যাক দর্শক কিভাবে নেন।

এদিকে নির্মাতা বিপ্লব হায়দার জানালেন, অনেক সিনেমা অনেক কিছুর প্রতিশ্রুতি দিলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের হতাশ হতে হয়। তার আশা, ‘ভয়াল’ দর্শককে হতাশ করবে না।

সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আইশা খান। ইরফান ও আইশা দুজনেই এই সিনেমা দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন। বিপ্লবের মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি সিনেমা ‘আলী’তেও আছেন ইরফান।

খুলনা গেজেট/এএজে

The post প্রেক্ষাগৃহে ইরফান-আইশার ‘ভয়াল’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ইরফান-আইশার ‘ভয়াল’

Update Time : 05:08:29 pm, Friday, 29 November 2024

সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’। শুক্রবার (২৯ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়েছিল ‘ভয়াল’ এর শ্যুটিং। কাকতালীয়ভাবে ঠিক এক বছর পর একই দিনে মুক্তি পেল বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমাটি। এর আগে মুক্তি উপলক্ষ্যে ছবিটি নিয়ে বেশ জোরেসোরেই প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

যদিও বিপ্লব হায়দারের প্রথম মুক্তি পাওয়া সিনেমা। এর আগে ‘আলী’ নামে আরেকটি সিনেমা বানিয়েছেন এই তরুণ নির্মাতা, তবে ঘটনাচক্রে ‘ভয়াল’ই আগে মুক্তি পাচ্ছে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি ছবিটির মুক্তি প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন এই অভিনেতা।

ইরফান সাজ্জাদের কথায়, এটি এমন একটি গল্প সেখানে বাবা মা বোনের কথা আছে, বাবা ছেলের কথা আছে, প্রেমের গল্পও আছে। আমার চরিত্রটা গ্রামের সাধারণ একটি চরিত্র।

ইরফান সাজ্জাদ বলেন, চরিত্রটিতে আলাদা যে বৈশিষ্ট্য আছে সেরকম কিছু না। তবে যে কারণে চরিত্রটি সুন্দর সেটি হচ্ছে চরিত্রটির শক্তিশালী একটি ইথিক্স আছে। শুরু থেকে মানুষ একভাবে দেখবে। শেষে অন্যভাবে। সবগুলো চরিত্রই বেশ দেখার মতো। দেখা যাক দর্শক কিভাবে নেন।

এদিকে নির্মাতা বিপ্লব হায়দার জানালেন, অনেক সিনেমা অনেক কিছুর প্রতিশ্রুতি দিলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের হতাশ হতে হয়। তার আশা, ‘ভয়াল’ দর্শককে হতাশ করবে না।

সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আইশা খান। ইরফান ও আইশা দুজনেই এই সিনেমা দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন। বিপ্লবের মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি সিনেমা ‘আলী’তেও আছেন ইরফান।

খুলনা গেজেট/এএজে

The post প্রেক্ষাগৃহে ইরফান-আইশার ‘ভয়াল’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.