বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করতে হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবে হেফাজতে ইসলাম।
মামুনুল হক অভিযোগ করেন, ‘ভারত রক্তের হলি খেলা খেলতে চায়।’
তিনি বলেন, ‘শহীদ আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সৌদি ও চায়নার মতো ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’
এ সমাবেশে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেছেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইদের গায়ে ফুলের টোকাও পড়েনি।
এছাড়া হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি ‘জঙ্গি’ সংগঠন। ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেয়া যাবে না।
খুলনা গেজেট/এএজে
The post আইনজীবী হত্যায় হাসিনাকে আসামি করতে হবে : মামুনুল হক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.