3:45 am, Saturday, 30 November 2024

কলাপাড়ায় চাহিদা বিবেচনায় স্বল্পমূল্যের কৃষক বাজারে এলো গরুর মাংসের কম্বো প্যাকেজ

সৈয়দ রাসেল, কলাপাড়া।। পটুয়াখালী কলাপাড়ায় এবার কৃষক বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ। (২৯ নভেম্বর) শুক্রবার সকালে প্যাকেজটি চালুর পর পরই পৌর শহরের ভলিবল খেলার মাঠের এ বাজারটিতে ভীড় বাড়ে সাধারন ক্রেতাদের। এ কম্বো প্যাকেজে ২০০ গ্রাম গরুর মাংস, ৩ পিচ আলু ও ৩ পিচ কাচা মরিচের দাম নির্ধারন করা হয়েছে ২০০ টাকা।

আর ৫০০ গ্রাম গরুর মাংসের দাম নির্ধারন করা হয়েছে ৩২৫ টাকা। স্বল্প পন্যের স্বল্প দামের এ প্যাকেজটি চালু করায় সাধারন ক্রেতাদের মাঝে স্বস্থি লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কৃষকের শাকসবজির বাজার স্থাপনের পরে ক্রেতাদের ব্যাপক সাড়া পড়েছে এবং প্রতিদিন এখানে ক্রেতা ও বিক্রেতার পরিমাণ বেড়েই চলেছে। ক্রেতাদের চাহিদার প্রেক্ষিতেই আমরা এখানে আজ নতুন করে ২০০ টাকার কম্বো প্যাক ও ছোট পরিবারের কথা ভেবে ৩২৫/৩৫০ টাকার মধ্যে ৫০০ গ্রাম গরুর মাংস নিয়ে এসেছি।

আমাদের এখানের কম মূল্যের বাজারের কারণে আশেপাশের বাজারগুলোতেও এর প্রভাব পড়েছে, ওই বাজারগুলোতে পণ্যের দাম কমতে শুরু করেছে। পাশের বাজারগুলোতে পণ্যের দাম বেশি রাখলে ক্রেতা কৃষক বাজারে চলে আসার ভয়ে তারাও পণ্যের দাম কম রাখছে।ওই কৃষকের বাজারটি উপজেলা প্রশাসন ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গত শনিবার এ কৃষক বাজারটি চালু করা হয়। খাজনা বিহীন এ বাজারে পন্য ক্রয় বিক্রয় করতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা।

The post কলাপাড়ায় চাহিদা বিবেচনায় স্বল্পমূল্যের কৃষক বাজারে এলো গরুর মাংসের কম্বো প্যাকেজ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :
জনপ্রিয়

কলাপাড়ায় চাহিদা বিবেচনায় স্বল্পমূল্যের কৃষক বাজারে এলো গরুর মাংসের কম্বো প্যাকেজ

Update Time : 11:07:39 pm, Friday, 29 November 2024

সৈয়দ রাসেল, কলাপাড়া।। পটুয়াখালী কলাপাড়ায় এবার কৃষক বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ। (২৯ নভেম্বর) শুক্রবার সকালে প্যাকেজটি চালুর পর পরই পৌর শহরের ভলিবল খেলার মাঠের এ বাজারটিতে ভীড় বাড়ে সাধারন ক্রেতাদের। এ কম্বো প্যাকেজে ২০০ গ্রাম গরুর মাংস, ৩ পিচ আলু ও ৩ পিচ কাচা মরিচের দাম নির্ধারন করা হয়েছে ২০০ টাকা।

আর ৫০০ গ্রাম গরুর মাংসের দাম নির্ধারন করা হয়েছে ৩২৫ টাকা। স্বল্প পন্যের স্বল্প দামের এ প্যাকেজটি চালু করায় সাধারন ক্রেতাদের মাঝে স্বস্থি লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কৃষকের শাকসবজির বাজার স্থাপনের পরে ক্রেতাদের ব্যাপক সাড়া পড়েছে এবং প্রতিদিন এখানে ক্রেতা ও বিক্রেতার পরিমাণ বেড়েই চলেছে। ক্রেতাদের চাহিদার প্রেক্ষিতেই আমরা এখানে আজ নতুন করে ২০০ টাকার কম্বো প্যাক ও ছোট পরিবারের কথা ভেবে ৩২৫/৩৫০ টাকার মধ্যে ৫০০ গ্রাম গরুর মাংস নিয়ে এসেছি।

আমাদের এখানের কম মূল্যের বাজারের কারণে আশেপাশের বাজারগুলোতেও এর প্রভাব পড়েছে, ওই বাজারগুলোতে পণ্যের দাম কমতে শুরু করেছে। পাশের বাজারগুলোতে পণ্যের দাম বেশি রাখলে ক্রেতা কৃষক বাজারে চলে আসার ভয়ে তারাও পণ্যের দাম কম রাখছে।ওই কৃষকের বাজারটি উপজেলা প্রশাসন ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গত শনিবার এ কৃষক বাজারটি চালু করা হয়। খাজনা বিহীন এ বাজারে পন্য ক্রয় বিক্রয় করতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা।

The post কলাপাড়ায় চাহিদা বিবেচনায় স্বল্পমূল্যের কৃষক বাজারে এলো গরুর মাংসের কম্বো প্যাকেজ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.