যশোরের চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে বোমা হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার নয় বছর পর আদালতে মামলা হয়েছে। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম রেজাসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার মামলাটি দায়ের করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বড় মেঘলা গ্রামের মৃত হাশের আলী দফাদারের ছেলে মনিরুজ্জামান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলো, মাহিদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে সাবেক চেয়ারম্যান শামীম রেজা, বড় মেঘলা গ্রামের মিজানুর রহমান, আমিনুর রহমান, জয়নুর রহমান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, নুর ইসলাম মোল্লা, রাহাত আলী, মাসুদুর রহমান, বিপ্লব হোসেন, অহিদুল আলম, আব্দুল কুদ্দুস, শাহারুল ইসলাম, আলমগীর হোসেন, চঞ্চল, সাজ্জাদুল আলম, সাইফুল ইসলাম, ইমদাদুল হক, ইকবাল হোসেন, ছোট মেঘলা গ্রামের বাবুল আক্তার, কিতাব আলী, শাহাজাহান সরদার, বাবুল সরদার, রিপন হোসেন, আলমগীর হোসেন, ফারুক, করিচিয়া গ্রামের ইব্রাহিম, ভাতুড়িয়া গ্রামের কাজল, আব্দুল হামিদ, আতিয়ার রহমান, তেতুলিয়া গ্রামের আব্দুল হামিদ, গোয়ালদাহ গ্রামের ইয়াসিন, সাড়াপোল গ্রামের মঞ্জুর এ মাহবুব, তপসীডাঙ্গা গ্রামের তোফাজ ও মামুন।
মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার বছরের পর বছর ক্ষমতায় থাকায় আসামিরা বেপরোয়া হয়ে উঠেছিল। মনিরুজ্জামান ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ায় তাকে ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছিল আসামিরা। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ৩১ জানুয়ারি আসামিরা মনিরুজ্জামানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ভাংচুর, লুটপাট, বোমা হামলা ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এসময়ে আসামিরা প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় তখন মামলা করা যায়নি। বর্তমানে ৯ বছর পর পরিবশে অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।
খুলনা গেজেট/ টিএ
The post নয় বছর পর যশোর আ’লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.