অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্ত থেকে এক ভারতীয় নারীসহ দুজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালি গ্রামের অন্নদা মন্ডলের ছেলে তরুণ কান্তি মন্ডল (৩২) ও ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের মেয়ে কল্যাণী সরকার(২৫)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল বিকাল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে তরুণ কান্তি মন্ডল ও ভারতীয় নারী কল্যাণী সরকারকে আটক করে। ভারতীয় নারী কল্যাণী সরকারের সহায়তায় তরুণ কান্তি মন্ডল সীমান্তের মেইন পিলার ৪ বরাবর এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করে।
সূত্র আরো জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল ভারতে চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ১টি মোবাইল ফোন ও ১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়।
বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল এর ঠিকানার স্থানীয় মেম্বার/গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে বর্ণিত ব্যক্তি উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এমএম
The post সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে ভারতীয় নারীসহ আটক ২ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.