ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি) ও কুয়েটে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আমাদের খুবি প্রতিনিধি অর্ক মন্ডল জানান, রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কাতারে কাতারে শিক্ষার্থীরা বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। ‘দিল্লি না ঢাকা;ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’ সৈরাচারের সঙ্গি ইসকন তুই জঙ্গি’, ‘যদি চাও মুক্তি ছাড়ো ভারত ভক্তি’, ‘ইসকনের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘একটা গোলামী না যাবি আজাদী আজাদী’, ইত্যাদি স্লোগান।
বিক্ষোভ মিছিলে চতুর্থ বর্ষের শিক্ষার্থী এক শিক্ষার্থী বলেন,”বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
অপরদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশন ও সিলেট , ফেনী সীমান্তে উগ্র ভারতীয়দের আক্রমনের প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হয়ে হলগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়িগেট মোড় হয়ে মেইন গেইটে এসে শেষ হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে মো: ওমর ফারুক এবং জাহিদুর রহমান।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সকল ধরণের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কুয়েটে শিক্ষার্থীরা অবস্থান করবে। ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশন ও সিলেট, ফেনী সীমান্তে উগ্র ভারতীয়দের আক্রমণের তীব্র প্রতিবাদ জানায়। প্রয়োজনে এই আগ্রাসন প্রতিহত করতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত দেশপ্রেমী শিক্ষার্থীরা। এছাড়াও বক্তব্য আওয়ামীলীগকে ভারত তাদের নিজের স্বার্থে কিভাবে ব্যবহার করত সেটা তুলে ধরা হয়।
খুলনা গেজেট/এমএম
The post খুবি ও কুয়েটে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.