প্রায় ১২ দিনের লম্বা সফর শেষে যুক্তরাজ্য থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালী করা, দলের চেইন অব কমান্ড বজায় রাখা, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করাসহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা ও দিকনির্দেশনা দিয়েছেন বলে বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে জানিয়েছে।
নির্বাচন, সংস্কারের সময়সীমা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার কিছু সিদ্ধান্ত নিতে চায়। এ সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার আগে তারা বিএনপির মতামত জানাটা দরকার মনে করছে। এসব পরিকল্পনা সংক্রান্ত সরকারের প্রস্তাব নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে ও সিদ্ধান্ত জানতেই মির্জা ফখরুলের লন্ডন যাত্রা।
গত ৩০ নভেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। সেখানে তিনি স্ত্রীর চিকিৎসার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে একাধিক ইস্যুতে বৈঠক করেছেন। সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুবার লন্ডন গিয়েছিলেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যান মির্জা ফখরুল। মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফর করলেন তিনি। লন্ডনে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় সিক্ত হন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিবের সহকারী ইউনূস আলী গতকাল কালবেলাকে বলেন, স্যার (মির্জা ফখরুল) বৃহস্পতিবার (আজ) বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জানা যায়, মির্জা ফখরুল লন্ডনে পৌঁছানোর পর ৩ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত রয়েল রিজেন্সিতে এক আলোচনা সভায় অংশ নেন। এরপর তিনি যুক্তরাজ্যের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তর অনুষ্ঠানেও বক্তব্য দেন। সর্বশেষ গত মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন মির্জা ফখরুল। লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মূলত এসব বৈঠকে দেশের চলমান কঠিন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুনিবিড়, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় এবং দলীয় বিভিন্ন কঠিন ও জটিল কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ নিয়ে তারেক অধিকতর নির্দেশনা দিয়েছেন।
খুলনা গেজেট/এইচ
The post গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ দেশে ফিরছেন ফখরুল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.