কলকাতায় গ্রেপ্তার সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা জামিন পেয়েছেন। গতকাল বুধবার রানে ৯টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট কারাগার থেকে তারা মুক্তি পান। এর আগে দুপুরে ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
মুক্তি পাওয়া নেতারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল, নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও নগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন।
গতকাল রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, মুক্তি পাওয়া নেতাদের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা শিলংয়ে রয়েছেন।
মেঘালয় রাজ্যের ডাউকি থানায় দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার রাতে কলকাতা শহরের হাতিয়াড়া এলাকার একটি বাসা থেকে এ চার নেতাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পরে বারাসাত কলকাতা জেলা দায়রা আদালতের বিশেষ ক্রিমিনাল আদালতে তাদের হাজির করা হয়। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় ভারতীয় আইন অনুযায়ী তাদেরকে মেঘালয়ের জোয়াই থানার নেয় পুলিশ। বুধবার তাদের জামিনের আবেদন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। রাতেই তারা মুক্তি পান।
খুলনা গেজেট/এইচ
The post কলকাতায় গ্রেপ্তার আ.লীগের চার নেতা জামিনে মুক্ত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.