কাশে বরুণে দূর স্ফটিক ফেনায়/ ছড়ানো তোমার প্রিয় নাম/ তোমার পায়ের পাতা সবখানে পাতা/ কোন খানে রাখব প্রণাম? কবি দিনেশ দাসের পক্তি ধার করে আজ এই বিশেষ দিনে আপনার কীর্তি স্মরণ করে বলছি- ‘কোনখানে রাখব প্রণাম’।
বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম আবদুল গাফ্ফার চৌধুরী। ছিলেন এক জীবন্ত কিংবদন্তিও। বেঁচে থাকলে আজ তার নবতিপর জন্মদিনে হয়তো খুশিতে এক মহাকাব্য বা মহাগদ্য লিখে ফেলতেন।… বিস্তারিত