খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “এনার্জি ফেস্ট ১.০”। শুক্রবার (১৩ ডিসেম্বর) কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ ফেস্ট অনুষ্ঠিত হয়।
এর জাতীয় পর্যায়ের ইভেন্টের মূল আকর্ষণ ছিল কেস প্রতিযোগিতা (বাস্তবসম্মত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার প্রতিযোগিতা), ক্যাড প্রতিযোগিতা (অংশগ্রহণকারীদের জন্য ডিজাইন দক্ষতা প্রদর্শনের একটি মঞ্চ) এবং পোস্টার উপস্থাপন (এনার্জি সম্পর্কিত নতুন ধারণা ও গবেষণা তুলে ধরার প্রতিযোগিতা), যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করেন। সারাদিনব্যাপী এই ৩ টি প্রতিযোগিতা চলে এবং সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মূল উদ্দেশ্য এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবটি এক অনন্য পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, আরএএসএস অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ফেস্টের কো-অর্ডিনেশন মো. মাহমুদুল আলম জানান, এই উৎসব কেবলমাত্র একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট নয়। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের একটি মঞ্চ। এনার্জি সেক্টরের উন্নতি সাধন করতে পারলে বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীলতা কমবে, অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে ও দেশীয় শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
খুলনা গেজেট/ টিএ
The post কুয়েটে এনার্জি ফেস্ট ১.০ অনুষ্ঠিত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.