ইসলামে দাড়ি রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। দাড়ি রাখা ওয়াজিব ও এটি অন্তত এক মুষ্ঠি পরিমাণ হওয়া আবশ্যক। লম্বা দাড়ি রাখা সব নবীদেরই আমল ছিল। তাই এ আমলের গুরুত্ব অনেক অনেক বেশি।
দাড়ি এক মুষ্ঠির কম রাখা বা সম্পূর্ণ কেটে ফেলা হারাম, এটি কবিরা গুনাহ হিসেবে গণ্য। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর, দাড়ি লম্বা রাখ এবং গোঁফ ছোট কর।’ (বুখারি ৫৮৯৩,… বিস্তারিত