8:32 pm, Sunday, 15 December 2024

৫৪ বলে ৯১, অতঃপর থামলেন তামিম ইকবাল

আগের ম্যাচেই ঝোড়ো ফিফটি হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। আজ সিলেটে ব্যাট করতে নেমে স্বরূপে দেখা গেল টাইগার ওপেনারকে। সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৫৪ বলে ৯১ রানের মাথায় মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক এই অধিনায়ক। চলমান এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলছেন তামিম। এই লিগ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেই। সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোর ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন এই অভিজ্ঞ ওপেনার।

আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সাথে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ১৬ বলে ২২ রান করে বিদায় নেন জয়। যুব বিশ্বকাপজয়ী শাহাদাৎ হোসেন দিপুও সুবিধা করতে পারেননি। তবে তামিম আগলে রাখেন এক প্রান্ত।

সাব্বির হোসেন শিকদারকে অন্য প্রান্তে রেখে তুলে নেন অর্ধশতক। ৩৭ বলে অর্ধশতকের পর বিধ্বংসী রূপ নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পরের ১৪ বলে করেন ৪১ রান।

তবে নিজের মোকাবিলা করা ৫৪তম বলে ব্যক্তিগত ৯১ রানের মাথায় তাকে ফিরতে হয় সাজঘরে। বিদায় নেওয়ার আগে ৭টি চার ও ৬টি ছক্কায় সাজান ইনিংস, স্ট্রাইক রেট ছিল ১৬৮.৫২।

খুলনা গেজেট/এএজে

The post ৫৪ বলে ৯১, অতঃপর থামলেন তামিম ইকবাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

৫৪ বলে ৯১, অতঃপর থামলেন তামিম ইকবাল

Update Time : 04:08:19 pm, Sunday, 15 December 2024

আগের ম্যাচেই ঝোড়ো ফিফটি হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। আজ সিলেটে ব্যাট করতে নেমে স্বরূপে দেখা গেল টাইগার ওপেনারকে। সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৫৪ বলে ৯১ রানের মাথায় মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক এই অধিনায়ক। চলমান এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলছেন তামিম। এই লিগ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেই। সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোর ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন এই অভিজ্ঞ ওপেনার।

আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সাথে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ১৬ বলে ২২ রান করে বিদায় নেন জয়। যুব বিশ্বকাপজয়ী শাহাদাৎ হোসেন দিপুও সুবিধা করতে পারেননি। তবে তামিম আগলে রাখেন এক প্রান্ত।

সাব্বির হোসেন শিকদারকে অন্য প্রান্তে রেখে তুলে নেন অর্ধশতক। ৩৭ বলে অর্ধশতকের পর বিধ্বংসী রূপ নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পরের ১৪ বলে করেন ৪১ রান।

তবে নিজের মোকাবিলা করা ৫৪তম বলে ব্যক্তিগত ৯১ রানের মাথায় তাকে ফিরতে হয় সাজঘরে। বিদায় নেওয়ার আগে ৭টি চার ও ৬টি ছক্কায় সাজান ইনিংস, স্ট্রাইক রেট ছিল ১৬৮.৫২।

খুলনা গেজেট/এএজে

The post ৫৪ বলে ৯১, অতঃপর থামলেন তামিম ইকবাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.