2:08 pm, Monday, 16 December 2024

৩৭ রানেই নেই ৫ উইকেট, বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

দারুণ শুরুর পর তানজিম সাকিবের রানবন্যার ওভারটা খানিক দুশ্চিন্তায় ফেলেছিল বাংলাদেশকে। কিন্তু তার লাগাম টানতে সময় নেননি শেখ মেহেদি। পাওয়ারপ্লের সময়টা তাই বেশ স্বস্তি নিয়েই পার করেছে টাইগার শিবির একথা বলা যেতেই পারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ৭ ওভারে ৩৯ রানে ৫ উইকেট।

১৪৭ রান ডিফেন্ড করতে প্রথম ওভারটা করেছেন হাসান মাহমুদ, দিয়েছেন মাত্র ১ রান। পরের ওভার করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। ব্রেন্ডন কিংয়ের ব্যাটের কানায় লেগে বল চলে যায় মিড অফ অঞ্চলে। ক্যাচ নেন তানজিদ হাসান তামিম।

নতুন ব্যাটার নিকোলাস পুরান শুরুতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। শেখ মেহেদি হাসানের বলটায় ব্যাট ছোঁয়ানো হয়নি। ফলাফল স্ট্যাম্পিং। এরপরেই তানজিম হাসানকে ২টি ছক্কা আর ১টি চার মেরেছেন জনসন চার্লস। চার মেরেছেন মেহেদী হাসানকেও। তবে পরের বলেই আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয়েছে চার্লস।

পাওয়ারপ্লের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। আর তার ফলাফল পরের ওভারে পেলেন মেহেদি। তার স্কিড করা বল আন্দ্রে ফ্লেচারের ব্যাটের কিনারা ছুঁয়ে চলে যায় লিটনের হাতে। এক বল বিরতি দিয়েই সেই মেহেদি-লিটন কম্বিনেশনে আউট হয়েছেন রস্টন চেজ।

 

খুলনা গেজেট/এইচ

The post ৩৭ রানেই নেই ৫ উইকেট, বিপাকে ওয়েস্ট ইন্ডিজ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

৩৭ রানেই নেই ৫ উইকেট, বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

Update Time : 09:09:03 am, Monday, 16 December 2024

দারুণ শুরুর পর তানজিম সাকিবের রানবন্যার ওভারটা খানিক দুশ্চিন্তায় ফেলেছিল বাংলাদেশকে। কিন্তু তার লাগাম টানতে সময় নেননি শেখ মেহেদি। পাওয়ারপ্লের সময়টা তাই বেশ স্বস্তি নিয়েই পার করেছে টাইগার শিবির একথা বলা যেতেই পারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ৭ ওভারে ৩৯ রানে ৫ উইকেট।

১৪৭ রান ডিফেন্ড করতে প্রথম ওভারটা করেছেন হাসান মাহমুদ, দিয়েছেন মাত্র ১ রান। পরের ওভার করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। ব্রেন্ডন কিংয়ের ব্যাটের কানায় লেগে বল চলে যায় মিড অফ অঞ্চলে। ক্যাচ নেন তানজিদ হাসান তামিম।

নতুন ব্যাটার নিকোলাস পুরান শুরুতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। শেখ মেহেদি হাসানের বলটায় ব্যাট ছোঁয়ানো হয়নি। ফলাফল স্ট্যাম্পিং। এরপরেই তানজিম হাসানকে ২টি ছক্কা আর ১টি চার মেরেছেন জনসন চার্লস। চার মেরেছেন মেহেদী হাসানকেও। তবে পরের বলেই আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয়েছে চার্লস।

পাওয়ারপ্লের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। আর তার ফলাফল পরের ওভারে পেলেন মেহেদি। তার স্কিড করা বল আন্দ্রে ফ্লেচারের ব্যাটের কিনারা ছুঁয়ে চলে যায় লিটনের হাতে। এক বল বিরতি দিয়েই সেই মেহেদি-লিটন কম্বিনেশনে আউট হয়েছেন রস্টন চেজ।

 

খুলনা গেজেট/এইচ

The post ৩৭ রানেই নেই ৫ উইকেট, বিপাকে ওয়েস্ট ইন্ডিজ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.