যশোরে চোরের পিটুনিতে তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সদর উপজেলার শালথা গ্রামের আখতারুজ্জামান বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।আলোচিত এ ঘটনাটি ঘটেছে যশোরের ওসমানপুর গ্রামে।
আসামিরা হলেন, সদর উপজেলার বহলনগর গ্রামের আলিম ও কাজল, শিমুল হোসেন, ওহিদুল ইসলাম, রকি, শাহিন হোসেন, হাসান, নাঈম হোসেন ও মামুন হোসেন।
আখতারুজ্জামান মামলায় বলেছেন, গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে আসামি আলিম, শিমুল ও রকিকে তার বাগানের পেয়ারা চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেন। এরপর স্থানীয়ভাবে শালিস করে বিষয়টি মিমাংশা হয়। এরপর ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দা, কোদাল ও লোহার রড নিয়ে উল্লিখিত আসামিরা পেয়ারা বাগানে গিয়ে আখতারুজ্জামানের ছেলে তৌহিদুর রহমান এবং তার সঙ্গী কামরুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
প্রতিবাদ করলে তারা তৌহিদুর রহমানকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেন। মারধর করা হয় কামরুজ্জামানকে। পরে খবর পেয়ে আখতারুজ্জামান সেখানে গেলে তাকে গলা টিপে হত্যার চেষ্টা এবং বাঁশের লাঠি দিয়ে মারপিট করা হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর তারা কিছুটা সুস্থ হয়ে মঙ্গলবার আদালতে এ মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/ টিএ
The post চোরের পিটুনিতে আহত তিন, মামলা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.