ঘুষ ছাড়া ডিলারদের নামে সার বরাদ্দ দেন না বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) শওকত আলী। কোনও ডিলার ঘুষ না দিলে তাদের হয়রানি করা হয়। আবার গুদামে সার ঢোকানো ও বের করার সময় শ্রমিকদের বিল থেকেও শওকতকে ঘুষ দিতে হয়। না দিলে সংশ্লিষ্ট গুদামে সার সরবরাহ বন্ধ করে দেন। এভাবে দুর্নীতি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী সার ডিলাররা গত ২ নভেম্বর… বিস্তারিত