আমিতো শৈশবেই পোড় খাওয়া মেয়ে। আমাদের বিশাল বাড়ির হাসি-আনন্দে ভরা সংসার একেবারে ভেঙে পড়েছিল আমার ছোটবেলায়। অল্প সময়ের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারিয়ে গভীর আঘাত আর অনিশ্চয়তায় পুরোপুরি মুহ্যমান হয়ে পড়েছিলাম। পরে আমাদের কাকাদের চেষ্টায় আর ভালোবাসায় সেই দুঃখ আমরা সম্পূর্ণ কাটাতে না পারলেও জীবনে এগিয়ে যাওয়ার জন্য শক্তি সংগ্রহ করতে পেরেছিলাম। লেখাপড়ায় ভালো ছিলাম বলে জ্যাঠামশাই আমাকে গিড়িডিতে উচ্চ… বিস্তারিত