10:06 pm, Wednesday, 18 December 2024

উদিত নারায়ণকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত

বলিউডের শীর্ষ জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। সুরের জাদুতে নব্বই দশকে সেখানকার সংগীত জগৎ রাজ করেছেন বলা যায়। আর সেই শিল্পীকে নাকি জরিমানা গুনতে হয়েছে, তাও আবার মাত্র ১০ টাকা!

জানা গেছে, উদিত নারায়ণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল বিহার কোর্টে। সেখানে শেষ শুনানির দিন হাজির ছিলেন না গায়ক। আর সেই অপরাধেই উদিতকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত।

২০২০ সালে গায়কের নামে একটি মামলা দায়ের করেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। তাদের পুরোনো বৈবাহিক সম্পর্ক ঠিক করার জন্য এবং বৈবাহিক জীবন কাটানোর জন্য এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানান রঞ্জনার আইনজীবী অজয় কুমার।

গত সোমবার (১৬ ডিসেম্বর) এই মামলার চূড়ান্ত শুনানির দিন দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গায়ক নিজে তো হাজির ছিলেনই না, এমনকি তার পক্ষ থেকে অন্য কেউ জবাব দেননি। বিহারের সেই পারিবারিক কোর্টের বিচারপতি রাহুল উপাধ্যায় এদিন ১০ টাকার জরিমানা করেন উদিত নারায়ণকে এবং আগামী ২৮ জানুয়ারির মধ্যে তাকে জবাব দেওয়ার সুযোগ দেন।

কিন্তু কেন আবারও বৈবাহিক জীবন কাটাতে চান রঞ্জনা? তার কথায়, তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। তাই তিনি এখন তার স্বামী উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। তিনি আদালতের উপর আস্থা রাখছেন বলেও জানান। যদিও এখনও গায়কের তরফে কিছুই জানানো হয়নি।

খুলনা গেজেট/এএজে

The post উদিত নারায়ণকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

উদিত নারায়ণকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত

Update Time : 04:09:10 pm, Wednesday, 18 December 2024

বলিউডের শীর্ষ জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। সুরের জাদুতে নব্বই দশকে সেখানকার সংগীত জগৎ রাজ করেছেন বলা যায়। আর সেই শিল্পীকে নাকি জরিমানা গুনতে হয়েছে, তাও আবার মাত্র ১০ টাকা!

জানা গেছে, উদিত নারায়ণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল বিহার কোর্টে। সেখানে শেষ শুনানির দিন হাজির ছিলেন না গায়ক। আর সেই অপরাধেই উদিতকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত।

২০২০ সালে গায়কের নামে একটি মামলা দায়ের করেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। তাদের পুরোনো বৈবাহিক সম্পর্ক ঠিক করার জন্য এবং বৈবাহিক জীবন কাটানোর জন্য এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানান রঞ্জনার আইনজীবী অজয় কুমার।

গত সোমবার (১৬ ডিসেম্বর) এই মামলার চূড়ান্ত শুনানির দিন দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গায়ক নিজে তো হাজির ছিলেনই না, এমনকি তার পক্ষ থেকে অন্য কেউ জবাব দেননি। বিহারের সেই পারিবারিক কোর্টের বিচারপতি রাহুল উপাধ্যায় এদিন ১০ টাকার জরিমানা করেন উদিত নারায়ণকে এবং আগামী ২৮ জানুয়ারির মধ্যে তাকে জবাব দেওয়ার সুযোগ দেন।

কিন্তু কেন আবারও বৈবাহিক জীবন কাটাতে চান রঞ্জনা? তার কথায়, তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। তাই তিনি এখন তার স্বামী উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। তিনি আদালতের উপর আস্থা রাখছেন বলেও জানান। যদিও এখনও গায়কের তরফে কিছুই জানানো হয়নি।

খুলনা গেজেট/এএজে

The post উদিত নারায়ণকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.