12:15 am, Saturday, 21 December 2024

নদী ও নারী এবং নদীকেন্দ্রিক মানুষের জীবনের গল্প ‘হালদা’

চলচ্চিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা সবাই চট্টগ্রামের মানুষ নন। চাটগাঁইয়া ভাষায় সংলাপ বললেও আঞ্চলিক টান অনেকেই ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেননি। অনেকের সংলাপ শুনে মনে হয়েছে, তিনি স্ক্রিপ্ট অনুযায়ী স্পষ্ট, শুদ্ধ চাটগাঁইয়া উচ্চারণ করার চেষ্টা করছেন। আঞ্চলিক টান ঠিকমতো তুলে আনতে না পারলে এই শুদ্ধ উচ্চারণও বিশুদ্ধ হয় না। অনেকের কিছু কিছু সংলাপে চাটগাঁইয়ার সঙ্গে অন্য আঞ্চলিক ভাষার টান যুক্ত হয়েছে। তবে সব শিল্পীরাই অভিনয়ে নিজেদের জানান দিয়েছেন। তিশার মুখে চাটগাঁইয়া কিন্তু অসম্ভব সুন্দর, ভালো। তিশা এখানে গরিব জেলের কন্যা। তাঁর বাবা মনু মিয়ার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

Tag :

নদী ও নারী এবং নদীকেন্দ্রিক মানুষের জীবনের গল্প ‘হালদা’

Update Time : 12:06:36 pm, Friday, 20 December 2024

চলচ্চিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা সবাই চট্টগ্রামের মানুষ নন। চাটগাঁইয়া ভাষায় সংলাপ বললেও আঞ্চলিক টান অনেকেই ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেননি। অনেকের সংলাপ শুনে মনে হয়েছে, তিনি স্ক্রিপ্ট অনুযায়ী স্পষ্ট, শুদ্ধ চাটগাঁইয়া উচ্চারণ করার চেষ্টা করছেন। আঞ্চলিক টান ঠিকমতো তুলে আনতে না পারলে এই শুদ্ধ উচ্চারণও বিশুদ্ধ হয় না। অনেকের কিছু কিছু সংলাপে চাটগাঁইয়ার সঙ্গে অন্য আঞ্চলিক ভাষার টান যুক্ত হয়েছে। তবে সব শিল্পীরাই অভিনয়ে নিজেদের জানান দিয়েছেন। তিশার মুখে চাটগাঁইয়া কিন্তু অসম্ভব সুন্দর, ভালো। তিশা এখানে গরিব জেলের কন্যা। তাঁর বাবা মনু মিয়ার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।