বর্ণবাদ সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ আফ্রিকা থেকে ১২ হাজার ৪৪০ কিলোমিটার দৌড়ানোর পরে চলতি সপ্তাহে লন্ডনে পৌঁছান দেও কাতো। কিন্তু বর্ণবাদ সচেতনতার এই সংগ্রামে ইউরোপে পৌঁছানোর পরে বারবার বর্ণবাদের শিকার হয়েছেন তিনি।
২০২৩ সালের জুলাই মাসে কেপটাউন থেকে যাত্রা শুরু করেন দেও কাতো। ৫১৬ দিনের এই কর্মযজ্ঞে অবিচ্ছিন্নভাবে দৌড়েছেন তিনি। মাঝে কয়েক সপ্তাহ কারাগারেও থাকতে হয়েছে, ভুগতে হয়েছে গুরুতর… বিস্তারিত