গত সপ্তাহে মাইঞ্জের কাছে লিগ মৌসুমের প্রথম হারের পর বায়ার্ন মিউনিখ ঘুরে দাঁড়ালো গোল উৎসব করে। শুক্রবার ৫-১ গোলে তাদের জয়ের ম্যাচে লিগ ইতিহাসে প্রথমবার শুরুর দুই মিনিটে ২ গোল হয়েছে।
গত মাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ঊরুতে চোট পেয়ে ছিটকে যান হ্যারি কেইন। বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ফিরলেও হতাশ করেছেন তিনি। তবে তার দল করেছে গোল উৎসব।
এনিয়ে ২৬ বার ক্রিসমাসে বায়ার্ন থাকলো টেবিলের শীর্ষে, আগের… বিস্তারিত